-->
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওয়াইসির মঞ্চে! দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার তরুণী | বঙ্গ প্রতিদিন

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওয়াইসির মঞ্চে! দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার তরুণী | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আসাদউদ্দিন ওয়াইসির প্রতিবাদসভায় দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বেঙ্গালুরুর কলেজ পড়ুয়া এক তরুণীর বিরুদ্ধে। অমূল্য লিওনা নামের ওই তরুণীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও রুজু করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে “সংবিধানকে রক্ষা করুন” এই ব্যানারে আয়োজিত হয় একটি অনুষ্ঠান। সে অনুষ্ঠানের একটি ভিডিওয় দেখা যায়, বক্তৃতা চলার মাঝেই আচমকা মঞ্চে উঠে পড়লেন এক তরুণী। কথা বলতে বলতে ওই তরুণী স্লোগান দিয়ে ওঠেন “পাকিস্তান জিন্দাবাদ”। উপস্থিত জনতাকেও গলা মেলানোর অনুরোধ জানান তিনি।
তরুণীর মুখে আচমকা ওই স্লোগান শুনে ছুটে আসেন আসাদউদ্দিন ওয়াইসি নিজে এবং তাঁর সঙ্গে আরও দু’জন।  তরুণীর মুখের সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। তরুণীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ারও চেষ্টা করেন ওয়াইসি ও তাঁর সহ-নেতারা। কিন্তু দমে না গিয়ে ক্রমাগত ওই স্লোগান দিতে থাকেন অমূল্য। পরে পুলিশি হস্তক্ষেপে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।
এর পরে তরুণীর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ওয়াইসি বলেন, “আমরা কোনও ভাবেই পাকিস্তানকে সমর্থন করি না। পাকিস্তান আমাদের শত্রু দেশ।” তরুণীকে গ্রেফতার করা হয় এর পরে। খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদনও। তিন দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

অভিযুক্ত তরুণীর বাবাও মেয়ের বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, “অমূল্য ভুল বলেছে। ও কিছুদিন ধরেই মুসলিমদের সঙ্গে বেশি মেলামেশা করছিল, এটা হয়তো তারই ফল।” অন্যদিকে ওয়াইসি দাবি করেছেন, এই দেশবিরোধী স্লোগানের সঙ্গে তাঁর ও দলের কোনও যোগ নেই। “আমি বা আমার দল ওই স্লোগানে বিশ্বাসী নই। যতদিন বেঁচে থাকব ততদিনই ভারত জিন্দাবাদ স্লোগান দেব। আমাদের সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই আর তা থাকবেও না।”– বলেন তিনি।
তবে আসাউদ্দিন ওয়াইসি অবস্থান পরিষ্কার করতে যাই বলুন না কেন, এ ঘটনাকে ইতিমধ্যেই আক্রমণের হাতিয়ার করেছে বিজেপি। কর্নাটকের রাজ্য বিজেপি সভাপতি নলীন কাটিল বলেন, “সিএএ বিরোধী মঞ্চে পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে দেশবিরোধী কাজ করেছেন ওই পড়ুয়া।” রাজ্য বিজেপির তরফে টুইট করা হয়, “সত্য প্রকাশ পেয়েছে। সিএএ বিরোধী আন্দোলন হল পাকিস্তান ও কংগ্রেস নেতৃত্বাধীন দেশবিরোধী শক্তিগুলোর যৌথ উদ্যোগ। যারা পাকিস্তানকে সমর্থন করেন তারা সেখানেই চলে যান।”

0 Response to "‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ওয়াইসির মঞ্চে! দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার তরুণী | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads