
ভরসন্ধ্যায় আসানসোলে সোনার দোকানে ডাকাতি ৫ কেজি সোনা, তদন্তে সিআইডি | বঙ্গ প্রতিদিন
Friday, February 21, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- আসানসোল দক্ষিণ থানার আশ্রম মোড়ে গণপতি সোনার দোকানে বুধবার রাত্রের ডাকাতির প্রাথমিক তদন্ত করল সিআইডি। বৃহস্পতিবার সিআইডির তিন সদস্যের দল ওই সোনার দোকানে এসে সরেজমিন তদন্ত করেন।পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় দোকান বন্ধের সময় বাইকে চেপে পাঁচজন দুষ্কৃতী আসে। তারা আসার আগে দোকান বন্ধ করার জন্য সমস্ত অলঙ্কার শোকেস থেকে বার করে লকারে রাখা হয়ে গিয়েছিল তবে লকার তখনও বন্ধ করা হয়নি। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকান থেকে প্রায় পাঁচ কেজি ওজনের সোনার গয়না হাতিয়ে নেয়। যাওয়ার আগে সিসিটিভি খুলে নিয়ে যায়। তারা আধঘণ্টারও কম সময়ে সব কাজ নিঃশব্দে সেরে ফেলে।এত নিঃশব্দে তারা একাজ করেছে যে আশপাশের কোনও দোকানের কেউ টের পাননি এমনকি কাছে দাঁড়িয়ে থাকা পুলিশের ভ্যানও কিছু বুঝতে পারেনি। ডাকাতরা চলে গেলে পুলিশে খবর দেন দোকানি।
অভিযোগ দায়ের হওয়ার পর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। ডাকাতির কোনও রকম কিনারা করতে না পেরে তারা কলকাতার সিআইডির শরণাপন্ন হয়। সিআইডির তিন সদস্যের দল বৃহস্পতিবার রাতে আসানসোলে গিয়ে তদন্ত করেন।
সূত্রের খবর, কয়েক দিন আগে খরিদ্দার সেজে দোকানে এসেছিল ওই দুষ্কৃতীরা। তখনই তারা সবকিছু খুঁটিয়ে দেখে গিয়েছিল। ডাকাতরা কত টাকা নগদ নিয়ে গেছে সেকথা ওই ব্যবসায়ী জানাতে চাননি। টাকার অঙ্কের ব্যাপারে মুখ খোলেনি পুলিশও।
0 Response to "ভরসন্ধ্যায় আসানসোলে সোনার দোকানে ডাকাতি ৫ কেজি সোনা, তদন্তে সিআইডি | বঙ্গ প্রতিদিন"
Post a Comment