
১০০ কোটির দোরগোড়ায় অজয়ের ১০০তম ছবি ‘তানাজি’ | বঙ্গ প্রতিদিন
Friday, January 17, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:রিলিজের পর থেকেই ‘তানাজি’-র ব্যবসায়িক সাফল্য নিয়ে বাজি ধরেছিলেন ফিল্ম বিশেষজ্ঞরা। ট্রেড অ্যানালিস্টদের অনেকেই বলেছিলেন খুব দ্রুত অজয় দেবগণের ১০০তম ছবি পৌঁছে যাবে ১০০ কোটির ক্লাবে। হয়েছেও তাই। নতুন বছরের প্রথম ১০০ কোটির ছবি হতে চলেছে ‘তানাজি-দ্য আনসাং ওয়ারিয়র’। রিলিজের পর থেকে ছবির বক্স অফিস কালেকশনের পরিমাণ ৯০.৯৬ কোটি টাকা। টুইট করে তেমনটাই জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
গত ১০ জানুয়ারি রিলিজ হয়েছে এই ছবি। তানাজি মালুসরে ছিলেন মারাঠা বীর ছত্রপতি শিবাজির ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী। তাঁর সাহসিকতার কথা আজও মারাঠিদের মুখে মুখে ঘোরে। এই তানাজি মালুসরের বীরগাথাই দেখানো হয়েছে এই ছবিতে। আর তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। তাঁর স্ত্রী সাবিত্রীর চরিত্রে রয়েছেন কাজল। এছাড়াও ছবির মূল খলনায়ক উদয়ভানের চরিত্রে রয়েছেন ছোটে নবাব সইফ আলি খান।
বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, মারাঠা আবেগ জড়িয়ে থাকার কারনেই এমন তরতর করে এগোচ্ছে ‘তানাজি’। সঙ্গে রয়েছে কাজল-অজয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি। পরিসংখ্যান অনুযায়ী, কেবল মহারাষ্ট্র নয়, পূর্ব পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ এবং বাংলাতেও ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ যথেষ্ট ভাল। রিলিজের দিনে ছবির ব্যবসা ছিল ১৫.১০ কোটি। তার পরেরদিন অর্থাৎ শনিবার ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ ছিল ২০.৫৭ কোটি টাকা। রবিবার ২৬.০৮ কোটি টাকার ব্যবসা করে ‘তানাজি’-র প্রথম তিনদিনের বক্স অফিস কালেকশন ছিল ৬১.৭৫ কোটি টাকা। তারপর কেটে গিয়েছে আরও দু’দিন। আর রিলিজের পাঁচদিন পর অজয় দেবগণের ১০০তম ছবির মোট ব্যবসার পরিমাণ ৯০.৯৬ কোটি টাকা।
প্রথম সপ্তাহেই এই ছবির ১০০ কোটির গণ্ডি পেরোবে বলে মত ট্রেড অ্যানালিস্টদের। ফিল্ম ক্রিটিকরাও বলছেন, সময় যত এগোবে ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ আরও বাড়বে। হয়তো রেকর্ড ভাঙা সময়ে ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে এই ছবি।
0 Response to "১০০ কোটির দোরগোড়ায় অজয়ের ১০০তম ছবি ‘তানাজি’ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment