-->
পিছন থেকে মহিলার চুল টেনে দিল ভাল্লুক! ভিডিও দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা | বঙ্গ প্রতিদিন

পিছন থেকে মহিলার চুল টেনে দিল ভাল্লুক! ভিডিও দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-রাস্তার উপরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছিল দু’খানা বড়সড় কালো ভাল্লুক। একজন আবার রাস্তার ধারে রাখা একটা নীল রংয়ের ড্রামে মাথা ঢুকিয়ে আতিপাতি করে কী যেন খুঁজতে ব্যস্ত। আন্দাজ মন দিয়ে খাবার খুঁজছিল সে। তবে অন্যজনের অবশ্য সেদিকে আগ্রহ নেই। বেশ হেলেদুলে একটু সামনের দিকে এগিয়ে আসে দ্বিতীয় ব্ল্যাক বিয়ারটি।
দেখা যায় সামনেই দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন মানুষ। পুরুষ-নারী সকলেই রয়েছেন। হুইল চেয়ারে বসা এক বৃদ্ধকেও দেখা গেল। তবে নিজেদের মধ্যে হাসি-গল্পেই মশগুল তাঁরা। পাশ দিয়ে যে একখানা তাগড়াই ভাল্লুক হেঁটেচলে বেড়াচ্ছে সেদিকে ভ্রূক্ষেপই নেই কারও। ভাল্লুকটির মধ্যেও অবশ্য কাউকে আক্রমণ করার কোনও ইচ্ছে দেখা যাচ্ছে না। বরং আপনমনেই ঘুরে বেড়াচ্ছে সে। বেশ এদিক-ওদিক তাকাচ্ছে। সকলকে একবার ভাল করে নজরও করে নিল ভাল্লুকটি।
কিন্তু ও কী!

হঠাৎই এক মহিলার দিকে এগিয়ে গেল ভাল্লুকটি। মহিলা অবশ্য বিশেষ পাত্তা দিলেন না। সামনের মানুষটির সঙ্গে মাতলেন হাসি-ঠাট্টায়। পাত্তা না পেয়ে একটু যেন মুষড়ে পড়ল ভাল্লুকটি। তারপর গুটিগুটি পায়ে গিয়ে দাঁড়ালো এক্কেবারে মহিলার পিছনে। আশেপাশের সকলেই তখন একটু যেন সতর্ক। এবার কী তাহলে আক্রমণ করবে ওই ভাল্লুক! সবাইকে চমকে দিয়ে হঠাৎই দু’পায়ে ভর দিয়ে লম্বা দাঁড়ালো ওই ভাল্লুকটি।

তারপরের ঘটনা দেখে হেসে গড়াচ্ছেন সকলে। এক হাতের থাবা দিয়ে মহিলার চুলে হাত বুলিয়ে দিতে দেখা গেল ওই ব্ল্যাক বিয়ারকে। ভাবখানা এমন যেন মহিলার চুল এলোমেলো ছিল বলে পরিপাটি করে দিচ্ছে। কেউ কেউ অবশ্য বলছেন, পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরেও ভাল্লুকটিকে পাত্তা দেননি মহিলা। তাই রাগের চোটে মহিলার চুল টেনে দিয়েছে ওই ব্ল্যাক বিয়ার।
নেট দুনিয়ায় এখন ভাইরাল এই ভিডিও। জানা গিয়েছে মেক্সিকোর শহর monterrey-তে chipinque ecological park-এ এই ভিডিও তোলা হয়েছে। সেখানেই খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল এই দুই ব্ল্যাক বিয়ার। ওদের দেখতেই ভিড় জমিয়েছিলেন পর্যটকরা। অন্য সময় ব্ল্যাক বিয়াররা যথেষ্টই আক্রমণাত্মক থাকে। এ যাত্রায় বড় বিপদ হতে পারত। বরাতজোরে বেঁচে গিয়েছেন ওই মহিলা। ভাইরাল ভিডিও দেখে এমনটাই বলছেন নেটিজেনদের একাংশ। অনেকে অবশ্য এই ভাল্লুকের কাণ্ডকারখানাকে বেশ ‘মিষ্টি’ -ও বলেছেন।

0 Response to "পিছন থেকে মহিলার চুল টেনে দিল ভাল্লুক! ভিডিও দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads