
গোলাপি আলোয় সেজেছে ইডেন, প্র্যাকটিস শুরু বিরাটদের | বঙ্গ প্রতিদিন
Thursday, November 21, 2019
1 Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-আর ৪৮ ঘণ্টাও বাকি নেই ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হতে। তার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে ক্রিকেটের নন্দন কাননে। প্রথম চারদিনের টিকিট শেষ। গোলাপি আলোয় সেজে উঠেছে ইডেন গার্ডেনস। আর তার মধ্যেই প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলিরা।
সোমবারই ভারত ও বাংলাদেশ দু’দল পা রেখেছিল কলকাতায়। দলের আগেই শহরে চলে আসেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি অজিঙ্কে রাহাণে। মঙ্গলবার শহরে পা রাখেন রোহিত শর্মা। বুধবার সকালে আসেন মহম্মদ শামি ও উমেশ যাদব।


কোহলিদের আসার অনেক আগেই জ্বলে উঠেছিল ইডেনের আলো। গোটা মাঠে গোলাপি আলোর রোশনাই এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করেছে। প্র্যাকটিসের মাঝেই কোহলিদের চোখ চলে যাচ্ছিল সেই রোশনাইয়ের দিকে।

ম্যাচ চলাকালীন শহরের সব সৌধের রং থাকবে গোলাপি। গোটা শহর প্রস্তুত এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে। এই আবহে শুক্রবার মাঠভর্তি দর্শকদের সামনে নামবেন কোহলিরা। তৈরি হবে এক নতুন ইতিহাস।
History prothom holo
ReplyDelete