-->
গোলাপি আলোয় সেজেছে ইডেন, প্র্যাকটিস শুরু বিরাটদের | বঙ্গ প্রতিদিন

গোলাপি আলোয় সেজেছে ইডেন, প্র্যাকটিস শুরু বিরাটদের | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-আর ৪৮ ঘণ্টাও বাকি নেই ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হতে। তার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে ক্রিকেটের নন্দন কাননে। প্রথম চারদিনের টিকিট শেষ। গোলাপি আলোয় সেজে উঠেছে ইডেন গার্ডেনস। আর তার মধ্যেই প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলিরা।
সোমবারই ভারত ও বাংলাদেশ দু’দল পা রেখেছিল কলকাতায়। দলের আগেই শহরে চলে আসেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি অজিঙ্কে রাহাণে। মঙ্গলবার শহরে পা রাখেন রোহিত শর্মা। বুধবার সকালে আসেন মহম্মদ শামি ও উমেশ যাদব।

বুধবার বিকেলে পিচ দেখতে যান ভারতের কোচ রবি শাস্ত্রী। পিচ নিয়ে কিছুক্ষণ কথা হয় কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। সন্ধ্যায় ভারতীয় দল আসে ইডেনে। ঘণ্টা দুয়েক প্র্যাকটিস করে তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি সেশনই হয়। প্র্যাকটিস দেখে মনে হচ্ছে ইডেনেও ভারতীয় দল অপরিবর্তিত থাকবে।
কোহলিদের আসার অনেক আগেই জ্বলে উঠেছিল ইডেনের আলো। গোটা মাঠে গোলাপি আলোর রোশনাই এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করেছে। প্র্যাকটিসের মাঝেই কোহলিদের চোখ চলে যাচ্ছিল সেই রোশনাইয়ের দিকে।
ম্যাচ চলাকালীন শহরের সব সৌধের রং থাকবে গোলাপি। গোটা শহর প্রস্তুত এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে। এই আবহে শুক্রবার মাঠভর্তি দর্শকদের সামনে নামবেন কোহলিরা। তৈরি হবে এক নতুন ইতিহাস।

1 Response to "গোলাপি আলোয় সেজেছে ইডেন, প্র্যাকটিস শুরু বিরাটদের | বঙ্গ প্রতিদিন"

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads