সাতসকালে এনকাউন্টার, জম্মু-কাশ্মীরের কুলগামে খতম ২ জঙ্গি
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- শনিবার সাতসকালে জম্মু-কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে খতম হয়েছে ২ জঙ্গি। এখনও অবশ্য তাদের নাম পরিচয় জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ ভাবে এই অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ০১ রাষ্ট্রীয় রাইফেলস। কুলগামের চিনগাম এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে, এ খবর নিজেদের গোপন সূত্রের মাধ্যমে আগেই পেয়েছিল সেনাবাহিনী। সেই সূত্র ধরে শুক্রবার রাতেই ওই নির্দিষ্ট এলাকায় শুরু হয় অভিযান। তবে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম হয়েছে ২ জঙ্গি।
সেনা সূত্রে খবর, এখনও জারি রয়েছে এনকাউন্টার। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জানতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলছে। আঁটসাঁটো নিরাপত্তায় চলছে কড়া নজরদারি। এলাকা জুড়ে টহল দিচ্ছে সেনার কনভয়। পার্শ্ববর্তী সীমান্ত এলাকাগুলিতেও তীক্ষ্ণ নজর রয়েছে নিরাপত্তারক্ষীদের। যাতে কোনও জঙ্গি পালিয়ে যেতে না পেরে। নিহত জঙ্গিদের দেহ উদ্ধার করে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এই এনকাউন্টারে নিরাপত্তাবাহিনীর তরফে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৬ অক্টোবর রাতভর গুলি চলেছিল সোপিয়ানে। সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি। মঙ্গলবার রাত থেকেই সোপিয়ানের জাইনপোরা এলাকার সুগান গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে নিরাপত্তাবাহিনীর। গোপন সূত্রে, সেনাবাহিনীর কাছে খবর ছিল যে ওই নির্দিষ্ট এলাকায় গা-ঢাকা দিয়েছে বেশ কয়েকজনকে জঙ্গি। সেই সূত্র ধরেই অভিযান শুরু করে সেনাবাহিনী। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দু’পক্ষের সংঘর্ষে খতম হয় ২ জঙ্গি। প্রাথমিক ভাবে তাদেরও নাম পরিচয় জানা যায়নি। ওই এনকাউন্টারেও সেনাবাহিনীর তরফে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
এর আগে গত ৫ অক্টোবর জম্মু- কাশ্মীরে সিআরপিএফ-এর কনভয়ের উপর জঙ্গি হামলা হয়েছিল। এই ঘটনায় শহিদ হন ২ জওয়ান। গুরুতর জখম হন আরও ৩ জওয়ান। জানা যায়, শ্রীনগরের প্রান্তদেশে পাম্পোরে বাইপাসের উপর হয়েছিল এই হামলা। জঙ্গি হানার আগে রোড ওপেনিং পার্টি হিসেবে বাইপাসের উপর টহল দিচ্ছিল সিআরপিএফ-এর কনভয়। সেই সময়েই সেনাবাহিনীর উপর অতর্কিতে হামলা করে জঙ্গিরা।
0 Response to " সাতসকালে এনকাউন্টার, জম্মু-কাশ্মীরের কুলগামে খতম ২ জঙ্গি"
Post a Comment