শামির স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের, এক মাসের মধ্যে পুলিশকে জমা দিতে হবে রিপোর্ট
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-তাঁকে হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তুলে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। সেই মামলায় পুলিশকে হাসিনের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে পুলিশকে।
এই প্রসঙ্গে আদালতের সামনে হাসিনের আইনজীবী আশিস চক্রবর্তী বলেন, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ঘিরে তাঁর মক্কেলকে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি আতঙ্কিত। হাসিন এই হুমকির বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। কিন্তু অভিযোগের পরেও পুলিশ নাকি কোনও ব্যবস্থা নেয়নি।
এই বিষয়ে রাজ্যের তরফে সিনিয়র আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ অভিযোগ দায়ের করেছে। এই হুমকি নিয়ে একটি এফআইআর দায়ের করে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
দু’তরফের বক্তব্য শুনে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দেন, পুলিশকে হাসিন জাহানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাঁর জীবন ও সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে পুলিশকে।
বিচারপতি আরও বলেন, হাসিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নিল তার একটা রিপোর্ট তৈরি করতে হবে। একমাস পরে এই মামলার ফের শুনানি হবে। তার মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।
হাসিন জাহান খবরের শিরোনামে আসেন ২০১৮ সালে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে মহম্মদ শামি ফিরে আসার পরেই তাঁর বিরুদ্ধে পরকীয়া, একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক এমনকি ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ আনেন তাঁর স্ত্রী হাসিন জাহান। মামলা দায়ের করা হয় শামির বিরুদ্ধে। তাঁর দাদার বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ আনেন হাসিন।
এই ঘটনার পরেই তদন্ত করে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ভুয়ো। অবশ্য অন্য অনেক অভিযোগের ভিত্তিতে মামলা এখনও চলছে। মাঝেমধ্যেই লালবাজারের তরফে সমন পাঠানো হয় শামিকে। তাঁকে হাজিরা দিতে হয়।
যদিও শামির তরফে বারবার বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে সেগুলি সবই মিথ্যে। তিনি নিজে অবশ্য কোনও দিন হাসিনের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। এই মুহূর্তে শামি সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে ব্যস্ত। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ভারতীয় দলেরও নিয়মিত সদস্য তিনি। ব্যক্তিগত জীবনে এত অশান্তির পরেও বিরাট কোহলির দলের বোলিং ব্রিগেডের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন শামি।
0 Response to "শামির স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের, এক মাসের মধ্যে পুলিশকে জমা দিতে হবে রিপোর্ট"
Post a Comment