-->
বাবা হলেন হার্দিক পান্ডিয়া, ছেলের হাত ধরা ছবি শেয়ার ভারতীয় অলরাউন্ডারের | বঙ্গ প্রতিদিন

বাবা হলেন হার্দিক পান্ডিয়া, ছেলের হাত ধরা ছবি শেয়ার ভারতীয় অলরাউন্ডারের | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-  বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছেলের জন্ম দিয়েছেন তাঁর বান্ধবী নাতাশা স্ট্যাঙ্কভিচ। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে ছেলের জন্মের কথা জানান হার্দিক।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম একটা ছবি দেন হার্দিক। সেখানে দেখা যাচ্ছে নিজের সদ্যোজাতর হাত ধরে রয়েছেন তিনি। এই ছবি দিয়ে তিনি লেখেন, “আমার আর নাতাশার একটি ছোট্ট ছেলে হয়েছে।”

এই পোস্টের পরেই শুরু হয় শুভেচ্ছার বন্যা। ক্রিকেটার লোকেশ রাহুল, ক্রিস লিন, শিখর খাওয়ান থেকে শুরু করে টেনিস তারকা সানিয়া মির্জা শুভেচ্ছা জানান। ধীরে ধীরে ভারতীয় দলের আরও ক্রিকেটারদের তরফে শুভেচ্ছা আসছে। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ফ্যানরাও।
অনেকদিন ধরেই সার্বিয়ান অভিনেত্রী নাতাশার সঙ্গে প্রেম করলেও নিজেদের সম্পর্কের কথা তাঁরা সামনে আনেন গত বছর ৩১ ডিসেম্বর। দুবাইয়ে ক্রুজের মধ্যে হার্দিক নাতাশাকে প্রপোজ করেন। এনগেজমেন্টও সারেন সেখানে। এই ব্যাপারে কেউ আগে থেকে কিছু জানতেন না। এমনকি হার্দিকের দাদা ক্রুনালেরও কিছু জানা ছিল না।
চলতি বছর মে মাসে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ক্রিকেটার জানান যে নাতাশা মা হতে চলেছেন। তারপর থেকে দুজনকে একসঙ্গেই দেখা যেত। প্রায়ই নাতাশার সঙ্গে ছবি প্রকাশ করতেন তিনি। বলি অভিনেত্রী নাতাশার বেবি বাম্পের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
২০১৩ সালে বলিউডে ডেবিউ করেন নাতাশা। প্রকাশ ঝার সত্যাগ্রহ তাঁর প্রথম ছবি। বিগ বসের অষ্টম সিজনে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি। এমনকি নাচ বলিয়েতেও অংশ নিয়েছেন।
অন্যদিকে আইপিএলের দৌলতে ভারতীয় দলে ধূমকেতুর মতো প্রবেশ করেছেন হার্দিক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের জন্য অল্পদিনেই তিন ফরম্যাটেই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন তিনি। যদিও ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠে নামেননি তিনি। আইপিএলে তাঁকে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে। তার আগেই এই সুখবর পেলেন হার্দিক।

0 Response to "বাবা হলেন হার্দিক পান্ডিয়া, ছেলের হাত ধরা ছবি শেয়ার ভারতীয় অলরাউন্ডারের | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads