-->
ভাড়া বাড়বে না, সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে সব বাস, নামবে হাজার ট্যাক্সিও: শুভেন্দু অধিকারী | বঙ্গ প্রতিদিন

ভাড়া বাড়বে না, সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে সব বাস, নামবে হাজার ট্যাক্সিও: শুভেন্দু অধিকারী | বঙ্গ প্রতিদিন





বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-কবে থেকে রাজ্যে বাস চলবে, কোথায় কোথায় চলবে, কী নিয়মে চলবে, এ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল ছিলই। কারণ চতুর্থ দফার লকডাউনে ধীরে ধীরে নিয়ম মেনে সব শিথিল করার দিকে এগোনো হবে বলে আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের তরফেও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল নিয়ম মেনে বাস পরিষেবা চালু হবে। কিন্তু তা নিয়ে ধোঁয়াশাও ছিল।
আজ শনিবার, সাংবাদিক বৈঠক করে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, কীভাবে চালানো হবে বাস। প্রথমেই তিনি স্পষ্ট করেন, বেসরকারি বাসে কোনও বাড়তি ভাড়া অনুমোদন করবে না রাজ্য সরকার।
তিনি বলেন, “বেসরকারি বাসের ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভাড়ার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি। তাই কোনও বাসেই ভাড়া বাড়াবে না সরকার। সরকারি বাসের পরিষেবা আরও বাড়ানো হবে।”

আরও পড়ুন: আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’, ভয়ঙ্কর গতিতে এগোচ্ছে রাজ্যের দিকেই | বঙ্গ প্রতিদিন

পরিবহণ মন্ত্রী এদিন আরও জানান, সোমবার থেকে গ্রিন জোনে আধ ঘণ্টা অন্তর বাস পাবেন যাত্রীরা। গ্রিন জোনে ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু হয়েছে। আগামী সোমবার থেকে সরকারি বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি বাস এবং ট্যাক্সিও চলবে গ্রিন জ়োনে।
তবে বাসের ক্ষেত্রে কোনও ভাবেই কুড়ি জনের বেশি যাত্রী একসঙ্গে চড়তে পারবেন না বলেও সতর্ক করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জানান, যাত্রীদের মাস্ক পরতেই হবে, হাত স্যানিটাইজ করতে হবে। এই বিষয়গুলোর ক্ষেত্রে কোন রকম আপস করা হবে না বলেও জানিয়ে দেন তিনি। পাশাপাশি তিনি এও জানান, সন্ধ্যে ৭টার পরে এই মুহূর্তে বাস চালানো সম্ভব নয়। ইতিমধ্যেই কলকাতায় ১৫টি রুটে বাস চলাচল শুরু হয়েছে।
এদিনের বৈঠকে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, সোমবার থেকে এমার্জেন্সি সার্ভিস এর জন্য হাজার ওলা এবং উবার রাস্তায় নামছে। ট্রাম ও ফেরি পরিষেবাও চালু করা হবে। অটোর ক্ষেত্রে মুখ্য সচিবের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে আলাপ-আলোচনা করে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে। বাসের সঙ্গে অ্যাপ নির্ভর সার্ভিসও বাড়ানো হয়েছে। এই সঙ্গে আস্তে আস্তে নীল-সাদা ট্যাক্সিও নামানো হবে।
সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যারা যেখানে যেতে চান, যেতে পারবেন বলে জানান শুভেন্দু অধিকারী। পরিবহণের ক্ষেত্রে সরকার সবরকম সাহায্য করবে, তবে সেক্ষেত্রে যাত্রীদের ধৈর্য্য ধরে নিয়ম মানার আবেদন করেছেন মন্ত্রী। তবে অরেঞ্জ জোনে পরবহণ পরিষেবা কী হবে তা স্পষ্ট করেননি মন্ত্রী।

0 Response to "ভাড়া বাড়বে না, সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে সব বাস, নামবে হাজার ট্যাক্সিও: শুভেন্দু অধিকারী | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads