করোনা সংক্রমণ রেকর্ড ছাড়াচ্ছে মহারাষ্ট্রে, আক্রান্ত ছুঁল ৩০ হাজারে, মুম্বইতে একদিনেই কোভিড পজিটিভ ৮৮৪ | বঙ্গ প্রতিদিন
Sunday, May 17, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-করোনা আক্রান্তের সংখ্যাটা যেন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মহারাষ্ট্রে। দু’দিন আগেই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ছিল ২৫ হাজারে। লম্বা লাফ দিয়ে শনিবারই সেটা পৌঁছে গেল ৩০ হাজারে। একা মুম্বইতে করোনা সংক্রামিত ১৮ হাজার ৫৫৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছেন, গত ২৪ ঘণ্টায় ১৬০৬টি নতুন সংক্রমণ ধরা পড়েছে মহারাষ্ট্রে, যার মধ্যে মুম্বইতেই একদিনে কোভিড পজিটিভ ৮৮৪ জন। সংক্রমণের নিরিখে রেকর্ড ভেঙেই চলেছে মহারাষ্ট্র। একদিনে করোনা সংক্রমণে মৃত্যুও হয়েছে ৬৭ জনের।
স্বাস্থ্যমন্ত্রকের আজকের পরিসংখ্যাণ মতো দেশে এখন করোনা আক্রান্ত ৮৫ হাজার ৯৪০। সংক্রমণের নিরিখে যা চিনকেও টপকে গেছে। হিসেব বলছে, সেই ১৪ মার্চ দেশে করোনা পজিটিভ ছিলেন ১০০ জন। গত ৬২ দিনের মধ্যে ১০০ থেকে এক ধাক্কায় সংক্রামিতের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে। গোটা দেশে মোট করোনা আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশই এই রাজ্য থেকে উঠে এসেছে।
মহারাষ্ট্রে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে মুম্বই। শুধুমাত্র মুম্বইতেই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৯৬ জনের, তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। মুম্বইয়ের হাসপাতালগুলির অবস্থাও তথৈবচ। সেখানে করোনা রোগীদের ঠাসাঠাসি ভিড়। স্বাস্থ্য পরিষেবা রীতিমতো সঙ্কটের মুখে। বিপুল সংখ্যক করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের।
মু্ম্বইয়ের পরে রয়েছে পুণে, সোলাপুর, ঔরঙ্গাবাদ এবং মালেগাঁও। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা উঠে এসেছে এই জায়গাগুলো থেকেই। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যাণ বলছে, ঔরঙ্গাবাদে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭৬ জন, মালেগাঁওতে ৬৬৭, নাসিকে ৩৪, শোলাপুরে ৩৬২।
রাজ্যে এখন কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা ১৫১৬। হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ লক্ষের বেশি মানুষ। বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারগুলিতেও ভিড় বাড়ছে। অন্তত ১৭,০৪৮ জন ভর্তি রয়েছেন কোভিড সেন্টারগুলিতে।
করোনা পরিস্থিতি ক্রমশই উদ্বেগের জায়গায় চলে যাওয়ায়, মুম্বই, পুণে-সহ রাজ্যের করোনা হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ বাড়াতে চলেছে মহারাষ্ট্র। রাজ্যে লকডাউন বাড়ানো হবে কি না তা নিয়ে বৃহস্পতিবারই বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ওই বৈঠকের পর শিল্পমন্ত্রী সুভাষ দেশাই জানান, পরবর্তী লকডাউনের মেয়াদ হতে পারে ৩১ মে পর্যন্ত। রাজ্যের মধ্যে মুম্বই, পুণে, মালেগাঁও, ঔরঙ্গাবাদ, সোলাপুরের মতো কয়েকটি জায়গা যেগুলো রেড জোন হিসেবে চিহ্নিত, সেখানেই লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে।
0 Response to "করোনা সংক্রমণ রেকর্ড ছাড়াচ্ছে মহারাষ্ট্রে, আক্রান্ত ছুঁল ৩০ হাজারে, মুম্বইতে একদিনেই কোভিড পজিটিভ ৮৮৪ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment