-->
২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ প্রায় ৫০০০, এক দিনে সুস্থও হয়েছেন প্রায় ৪০০০, ভারতে আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছুঁল | বঙ্গ প্রতিদিন

২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ প্রায় ৫০০০, এক দিনে সুস্থও হয়েছেন প্রায় ৪০০০, ভারতে আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছুঁল | বঙ্গ প্রতিদিন






বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বাড়ল। এই ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৮৭ জন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও সবথেকে বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫৬ জন। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ১৭ মে, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০৯২৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪১০৯ জন। মৃত্যু হয়েছে ২৮৭২ জনের। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩৯৪৬ জন।

আরও পড়ুন কলকাতা, হাওড়া-সহ দেশের ৩০ পুর এলাকায় কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের | বঙ্গ প্রতিদিন

আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। এই মুহূর্তে দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৩৫.০৯ শতাংশ। এদিকে ভারতে করোনা থেকে মৃত্যুহার গতকালের থেকে আজ আরও কমেছে। গতকাল মৃত্যুহার ছিল ৩.২ শতাংশ। আজ সেটা হয়েছে ৩.১৫ শতাংশ। সুস্থতার হার ক্রমাগত বাড়া ও মৃত্যুহার ক্রমাগত কমা ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিসংখ্যান 
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩৩৩৩
অন্ধ্রপ্রদেশ২৩৬৫৪৯১৩৫৩
অরুণাচল প্রদেশ
অসম৯২৪১
বিহার১১৭৯৪৫৩
চণ্ডীগড়১৯১৫১
ছত্তীসগড়৬৭৫৬
দাদরা ও নগর হাভেলি
দিল্লি৯৩৩৩১২৯৩৯২৬
গোয়া১৭
গুজরাত১০৯৮৮৬২৫৪৩০৮
হরিয়ানা৮৮৭১৩৫১৪
হিমাচল প্রদেশ৭৮৪৩
জম্মু ও কাশ্মীর১১২১১২৫৪২
ঝাড়খণ্ড২১৭১১৩
কর্নাটক১০৯২৩৬৪৯৬
কেরল৫৮৭৪৯৫
লাদাখ৪৩২২
মধ্যপ্রদেশ৪৭৮৯২৪৩২৩১৫
মহারাষ্ট্র৩০৭০৬১১৩৫৭০৮৮
মণিপুর
মেঘালয়১৩১১
মিজোরাম
ওড়িশা৭৩৭১৯৬
পুদুচেরি১৩
পঞ্জাব১৯৪৬৩২১২৫৭
রাজস্থান৪৯৬০১২৬২৮৩৯
তামিলনাড়ু১০৫৮৫৭৪৩৫৩৮
তেলেঙ্গানা১৫০৯৩৪৯৭১
ত্রিপুরা১৬৭৬৪
উত্তরাখণ্ড৮৮৫১
উত্তরপ্রদেশ৪২৫৮১০৪২৪৪১
পশ্চিমবঙ্গ২৫৭৬২৩২৮৭২

0 Response to "২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ প্রায় ৫০০০, এক দিনে সুস্থও হয়েছেন প্রায় ৪০০০, ভারতে আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছুঁল | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads