২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৩৫২৫, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন
Wednesday, May 13, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ১৩ মে সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৪,২৮১। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৪১৫ জনের। আর কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৪,৩৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫২৫ জন। মৃত্যু হয়েছে ১২২ জনের। আর সুস্থ হয়েছেন ১৯৩১ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৭,৪৮০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে আইসিএমআর এবং বিভিন্ন রাজ্যের পাঠানো ডেটার সঙ্গে তাদের এই রিপোর্ট মিলিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কোভিড আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত ভারতে সর্বোচ্চ দৈনিক বৃদ্ধি হয়েছিল চলতি সপ্তাহের সোমবার। রবিবার, ১০ মে সকাল ৮টা থেকে সোমবার, ১১ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪২১৩ জন। মঙ্গলবার সেই সংখ্যা কমে হয় ৩৬০৪। বুধবার সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৫২৫-এ। অর্থাৎ গত দু’দিন ধরে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ কমেছে।
মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে বর্তমানে কোভিড পজিটিভ ২৪,৪২৭ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৯২১ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১২৫ জন। এরপরেই রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯০৩। মৃত্যু হয়েছে ৫৩৭ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩২৪৬ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৭১৮। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৬১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২১৩৪ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখান করোনা আক্রান্তের সংখ্যা ৭৬৩৯। মৃত্যু হয়েছে ৮৬ জনের। আর কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ২৫১২ জন।
0 Response to "২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৩৫২৫, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন"
Post a Comment