করোনা আপডেট : ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৯৭৫, ভারতে আক্রান্ত প্রায় ২৮ হাজার | বঙ্গ প্রতিদিন
Monday, April 27, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭,৮৯২। মৃত্যু হয়েছে ৮৭২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬১৮৫ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ২০,৮৩৫।
একরাতে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। তবে একরাতে সুস্থও হয়েছেন ২৭১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন-
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৮০৬৮ | ৩৪২ | ১০৭৬ |
কেরল | ৪৫৮ | ৪ | ৩৩৮ |
কর্নাটক | ৫০৩ | ১৯ | ১৮২ |
তেলেঙ্গানা | ১০০২ | ২৬ | ২৮০ |
গুজরাত | ৩৩০১ | ১৫১ | ৩১৩ |
রাজস্থান | ২১৮৫ | ৩৩ | ৫১৮ |
উত্তরপ্রদেশ | ১৮৬৮ | ২৯ | ২৮৯ |
দিল্লি | ২৯১৮ | ৫৪ | ৮৭৭ |
পঞ্জাব | ৩১৩ | ১৮ | ৭১ |
হরিয়ানা | ২৮৯ | ৩ | ১৭৬ |
তামিলনাড়ু | ১৮৮৫ | ২৪ | ১০২০ |
মধ্যপ্রদেশ | ২০৯৬ | ১০৩ | ৩০২ |
অন্ধ্রপ্রদেশ | ১০৯৭ | ৩১ | ২৩১ |
পশ্চিমবঙ্গ | ৬৪৯ | ২০ | ১০৫ |
বিহার | ২৭৪ | ২ | ৫৬ |
ছত্তীসগড় | ৩৭ | ০ | ৩২ |
উত্তরাখণ্ড | ৫০ | ০ | ২৮ |
হিমাচল প্রদেশ | ৪০ | ১ | ২২ |
গোয়া | ৭ | ০ | ৭ |
ওড়িশা | ১০৩ | ১ | ৩৫ |
পুদুচেরি | ৭ | ০ | ৩ |
মণিপুর | ২ | ০ | ২ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ৮২ জন ও অসমে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১৩ জন ও অসমে ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ২০ | ০ | ১৪ |
জম্মু-কাশ্মীর | ৫২৩ | ৬ | ১৩৭ |
চণ্ডীগড় | ৩০ | ০ | ১৭ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৩ | ০ | ১১ |
0 Response to "করোনা আপডেট : ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৯৭৫, ভারতে আক্রান্ত প্রায় ২৮ হাজার | বঙ্গ প্রতিদিন"
Post a Comment