-->
করোনা আপডেট : ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৯৭৫, ভারতে আক্রান্ত প্রায় ২৮ হাজার | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট : ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৯৭৫, ভারতে আক্রান্ত প্রায় ২৮ হাজার | বঙ্গ প্রতিদিন


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭,৮৯২। মৃত্যু হয়েছে ৮৭২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬১৮৫ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ২০,৮৩৫।
একরাতে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। তবে একরাতে সুস্থও হয়েছেন ২৭১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন- 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র৮০৬৮৩৪২১০৭৬
কেরল৪৫৮৩৩৮
কর্নাটক৫০৩১৯১৮২
তেলেঙ্গানা১০০২২৬২৮০
গুজরাত৩৩০১১৫১৩১৩
রাজস্থান২১৮৫৩৩৫১৮
উত্তরপ্রদেশ১৮৬৮২৯২৮৯
দিল্লি২৯১৮৫৪৮৭৭
পঞ্জাব৩১৩১৮৭১
হরিয়ানা২৮৯১৭৬
তামিলনাড়ু১৮৮৫২৪১০২০
মধ্যপ্রদেশ২০৯৬১০৩৩০২
অন্ধ্রপ্রদেশ১০৯৭৩১২৩১
পশ্চিমবঙ্গ৬৪৯২০১০৫
বিহার২৭৪৫৬
ছত্তীসগড়৩৭৩২
উত্তরাখণ্ড৫০২৮
হিমাচল প্রদেশ৪০২২
গোয়া
ওড়িশা১০৩৩৫
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ৮২ জন ও অসমে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১৩ জন ও অসমে ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ২০১৪
জম্মু-কাশ্মীর৫২৩১৩৭
চণ্ডীগড়৩০১৭
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩৩১১

0 Response to "করোনা আপডেট : ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৯৭৫, ভারতে আক্রান্ত প্রায় ২৮ হাজার | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads