করোনা আপডেট : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬,২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৫৪০ | বঙ্গ প্রতিদিন
Monday, April 20, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ১৫৪০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২০ এপ্রিল, সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬। মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে ৪০। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮৪২ জন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড ১৯ অ্যাকটিভ সংখ্যা ১৪২৫৫।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
এই বুলেটিন অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪২০৩। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ২০০৩। গুজরাতে ১৮৫৩ জন কোভিড ১৯ পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রেই। এই রাজ্যে ২২৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের মারা গিয়েছে ৭৪ জন। গুজরাতে করোনা আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৪২০৩ | ২২৩ | ৫০৭ |
কেরল | ৪০২ | ৩ | ২৭০ |
কর্নাটক | ৩৯৫ | ১৬ | ১১১ |
তেলেঙ্গানা | ৮৭৩ | ২১ | ১৯০ |
গুজরাত | ১৮৫১ | ৬৭ | ১০৬ |
রাজস্থান | ১৪৭৮ | ১৪ | ১৮৩ |
উত্তরপ্রদেশ | ১১৭৬ | ১৭ | ১২৯ |
দিল্লি | ২০০৩ | ৪৫ | ২৯০ |
পঞ্জাব | ২১৯ | ১৬ | ৩১ |
হরিয়ানা | ২৩৩ | ৩ | ৮৭ |
তামিলনাড়ু | ১৪৭৭ | ১৫ | ৪১১ |
মধ্যপ্রদেশ | ১৪৮৫ | ৭৪ | ১২৭ |
অন্ধ্রপ্রদেশ | ৭২২ | ২০ | ৯২ |
পশ্চিমবঙ্গ | ৩৩৯ | ১২ | ৬৬ |
বিহার | ৯৬ | ২ | ৪২ |
ছত্তীসগড় | ৩৬ | ০ | ২৫ |
উত্তরাখণ্ড | ৪৪ | ০ | ১১ |
হিমাচল প্রদেশ | ৩৯ | ১ | ১৬ |
গোয়া | ৭ | ০ | ৭ |
ওড়িশা | ৬৮ | ১ | ২৪ |
পুদুচেরি | ৭ | ০ | ৩ |
মণিপুর | ২ | ০ | ২ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১১ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৪২ জন ও অসমে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ২ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ত্রিপুরাতে ১ জন ও অসমে ১৭ জন সুস্থ হয়ে উঠেছে বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ১৮ | ০ | ১৪ |
জম্মু-কাশ্মীর | ৩৫০ | ৫ | ৫৬ |
চণ্ডীগড় | ২৬ | ০ | ১৩ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৫ | ০ | ১১ |
0 Response to "করোনা আপডেট : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬,২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৫৪০ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment