-->
করোনা আপডেট : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬,২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৫৪০ | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬,২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৫৪০ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ১৫৪০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২০ এপ্রিল, সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬। মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে ৪০। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮৪২ জন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড ১৯ অ্যাকটিভ সংখ্যা ১৪২৫৫।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
এই বুলেটিন অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪২০৩। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ২০০৩। গুজরাতে ১৮৫৩ জন কোভিড ১৯ পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রেই। এই রাজ্যে ২২৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের মারা গিয়েছে ৭৪ জন। গুজরাতে করোনা আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র৪২০৩২২৩৫০৭
কেরল৪০২২৭০
কর্নাটক৩৯৫১৬১১১
তেলেঙ্গানা৮৭৩২১১৯০
গুজরাত১৮৫১৬৭১০৬
রাজস্থান১৪৭৮১৪১৮৩
উত্তরপ্রদেশ১১৭৬১৭১২৯
দিল্লি২০০৩৪৫২৯০
পঞ্জাব২১৯১৬৩১
হরিয়ানা২৩৩৮৭
তামিলনাড়ু১৪৭৭১৫৪১১
মধ্যপ্রদেশ১৪৮৫৭৪১২৭
অন্ধ্রপ্রদেশ৭২২২০৯২
পশ্চিমবঙ্গ৩৩৯১২৬৬
বিহার৯৬৪২
ছত্তীসগড়৩৬২৫
উত্তরাখণ্ড৪৪১১
হিমাচল প্রদেশ৩৯১৬
গোয়া
ওড়িশা৬৮২৪
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১১ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৪২ জন ও অসমে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ২ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ত্রিপুরাতে ১ জন ও অসমে ১৭ জন সুস্থ হয়ে উঠেছে বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৮১৪
জম্মু-কাশ্মীর৩৫০৫৬
চণ্ডীগড়২৬১৩
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১৫১১

0 Response to "করোনা আপডেট : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬৫৬,২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৫৪০ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads