-->
করোনা আপডেট : এক রাতেই ভারতে করোনা আক্রান্তের ১৪০৯,উদ্বেগে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৫,৬৫২ | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট : এক রাতেই ভারতে করোনা আক্রান্তের ১৪০৯,উদ্বেগে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৫,৬৫২ | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১৪০৯। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল ৮টার বুলেটিনে দেখা গেছে, দেশজুড়ে সংক্রামিতের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৩৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৪১ জনের। দেশে মোট করোনা অ্যাকটিভ কেস এই মুহূর্তে ১৬ হাজার ৪৫৪।
বুধবার বিকেল ৫টার বুলেটিনেই দেখা গিয়েছিল দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে। গতকাল সকাল ৮টা নাগাদ এই সংখ্যাই ১৯ হাজারের কোটায় ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ৬৮১। সংক্রামিতের সংখ্যা যেমন বাড়ছে তেমনি সুস্থও হয়ে উঠছেন অনেকেই। আশার কথা হল দেশে এখনও অবধি সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২৫৭ জন।
সারা দেশের মধ্যে করোনা সংক্রমণের সবচেয়ে ভয়াবহ ছবি উঠে আসছে মহারাষ্ট্র থেকে। সেখানে ৫ হাজার ৬৫২ জন ভাইরাস সংক্রমণের শিকার। মৃত্যু হয়েছে ২৬৯ জনের। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮৯ জন।  সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট। সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে সংক্রমণের কবলে পড়েছেন ২ হাজার ২৪৮ জন। সংক্রমণের গণ্ডি দেড় হাজার ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতেও। উদ্বেগের ছবি দেখা গেছে মধ্যপ্রদেশের ইনদওরে। গত ২০ দিনে সেখানে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৯০০।
কেন্দ্রের তথ্য অনুসারে, ২৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৫৬। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড ১৯ অসুখে মৃত্যু হয়েছে ১৫ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যের আরও ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন।অতএব বাংলার মোট সেরে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯।

আরও পড়ুন: পালঘরে সাধুহত্যায় "গ্রেফতার হওয়া ১০১ জনের মধ্যে কেউই মুসলিম নয়", বললেন মহারাষ্ট্রের মন্ত্রী | বঙ্গ প্রতিদিন

১ হাজার ৪৪৯  জন সংক্রমিত হয়েছেন উত্তরপ্রদেশে। তেলঙ্গানায় করোনা আক্রান্ত ৯৪৫ জন। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে কেরলেও। এখন সেখানে আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৩৮৭। গোটা দেশেই যখন করোনা ছোবল দিয়েছে, তখন এক মাত্র ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছে সিকিমে। সেখানে এখনও পর্যন্ত এক জনও করোনা আক্রান্ত ধরা পড়েনি। একই রকম ছবি দেখা গেছে মধ্যপ্রদেশের জবলপুরেও। সেখানে এখনও অবধি করোনা আক্রান্ত ২০ জন। নতুন সংক্রমণ একটিও নেই।
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল রবিবার বিকেলে জানিয়েছিলেন, সুস্থতার হার বাড়ছে। সোমবার সকালের বুলেটিনে বলা হয়েছে, করোনা থেকে সুস্থ হওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭৫ শতাংশ। রবিবার বিকেলে যা ছিল ১৪.২ শতাংশ। গত বৃহস্পতিবার থেকে হিসেব করলে দেখা যাবে প্রায় তিন শতাংশ সুস্থতার হার বেড়েছে পাঁচ দিনে।
লভ আগরওয়ালের মতে, সোমবার থেকে কোনও কোনও সংক্রমণ-মুক্ত এলাকায় লকডাউন খানিকটা শিথিল করা যেতে পারে। কিন্তু হটস্পটগুলিতে কড়া নজরদারি ও নিষেধাজ্ঞা চলবে। তিনি আরও জানিয়েছেন, করোনা রোধে ড্রাগ বা ভ্যাকসিন আবিষ্কারের জন্য যে গবেষণা চলছে, তা আরও আগ্রাসী হয়েছে রবিবার থেকে। একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সও গঠিত হয়েছে। নীতি আয়োগের সদস্য এবং আয়ুষ, আইসিএমআর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, জৈবপ্রযুক্তি, সিএসআইআর, ডিআরডিও, ড্রাগ কন্ট্রোল ইত্যাদি সমস্ত বিভাগের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন এই টাস্ক ফোর্সে।

0 Response to "করোনা আপডেট : এক রাতেই ভারতে করোনা আক্রান্তের ১৪০৯,উদ্বেগে মহারাষ্ট্র, আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৫,৬৫২ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads