-->
চলে গেলেন ‘চিন্টু’, চোখের জলে বিদায় নীতু-রণবীর-আলিয়ার | বঙ্গ প্রতিদিন

চলে গেলেন ‘চিন্টু’, চোখের জলে বিদায় নীতু-রণবীর-আলিয়ার | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্কলিউকেমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর। ২০১৮ সাল থেকে শুরু হয়েছিল চিকিৎসা। তবে টানা ২ বছরের লড়াইটা থেমে গিয়েছে বৃহস্পতিবার সকালে। বুধবার রাতেই মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় ঋষি কাপুরকে। বৃহস্পতিবার সকালেই আসে দুঃসংবাদ। ৮.৪৫ নাগাদ মারা যান বলিউডের প্রবীণ অভিনেতা।
আরও পড়ুন- পিকে-র পর ভারতীয় ফুটবলে আর এক নক্ষত্রপতন,চুনী গোস্বামী প্রয়াত | বঙ্গ প্রতিদিন

মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে বৃহস্পতিবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ঋষি কাপুরের। লকডাউনের মধ্যেই সরকারি নির্দেশিকা মেনেই সম্পন্ন হয়েছে সৎকার। হাজির ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন। এদিন ঋষি কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন অভিষেক বচ্চন, পরিচালক অয়ন মুখোপাধ্যায়। হাজির ছিলেন শিল্পপতি অনিল আম্বানিও।
পরিবারের সদস্যদের মধ্যেই ঋষি কাপুরের শেষকৃত্যে এসেছিলেন দাদা রনধীর কাপুর, ভাই রাজীব কাপুর, বোন রিমা জৈন ও তাঁর মেয়েরা। এছাড়াও হাজির ছিলেন সইফ আলি খান, করিশমা কাপুর, আরমান এবং আদার জৈন। ছিলেন ঋষি কাপুরের সমস্ত লড়াইয়ের সর্বক্ষণের সঙ্গী স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর এবং আলিয়া ভাট।
প্রসঙ্গত, বুধবার সকালে মৃত্যু হয়েছে অভিনেতা ইরফান খানের। তার ২৪ ঘণ্টার মধ্যেই চলে গেলেন বলিউডের সবার প্রিয় ‘চিন্টু’। পরপর দুই অভিনেতার মৃত্যু সংবাদ পেয়ে বিধ্বস্ত হয়ে পড়েছেন অমিতাভ বচ্চন। টুইট করে সেকথা জানিয়েওছেন বিগ বি। কারণ অনস্ক্রিন হোক বা ঘরোয়া আড্ডা, অমিতাভের সঙ্গে ঋষি কাপুরের বন্ধুত্বের বাঁধন কতটা পোক্ত তা জানতেন অনেকেই।
তবে কেবল অমিতাভ নন, ঋষির মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বলিউডের বহু তারকাই। টুইট করে অনিল কাপুর লিখেছেন, “বড় দাদার মত ছিলেন। সেইসঙ্গে ভীষণ ভাল একজন বন্ধু। ছোট থেকে বড় হওয়া, বেড়ে ওঠা, পর্দায় নিজেদের স্বপ্ন সত্যি হতে দেখা এই সবই তো একসঙ্গেই করেছি আমরা। ভাবতে কষ্ট হচ্ছে যে উনি নেই।“
qnunebag
দুর্দিনে সঞ্জয় দত্তের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ঋষি কাপুর। বড় দাদা আর ভাল বন্ধুর মত সঞ্জু বাবাকে শিখিয়েছিলেন যাই হোক, জীবনকে উপভোগ করতে শেখা উচিত, প্রতিটি মুহূর্ত বাঁচতে শেখা উচিত। ‘চিন্টু স্যার’-এর এভাবে চলে যাওয়াটা তাই মানতে পারছেন না সঞ্জয় দত্তও।
o03gfmfg
ক্যানসারের চিকিৎসা চলাকালীনই যে ঋষি হইহুল্লোড়ে মেতে থাকতেন সেকথা আগেই বলেছিলেন নীতু সিং। এমনকি নিউ ইয়র্কে অভিনেতার সঙ্গে দেখা করতে যাওয়া সকলেই একবাক্যে স্বীকার করেছিলেন, “পজিটিভ থাকা ঋষি কাপুরকে দেখে শিখতে হয়।“ বরাবরই সিনেমা এবং খাওয়াদাওয়ার ব্যাপারে ভীষণ শৌখিন ছিলেন ঋষি। এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে করিশমা কাপুর তাই লিখেছেন, “তোমার সঙ্গে খাওয়াদাওয়া আর রেস্তোরাঁ নিয়ে আলোচনা খুব মিস করব।“

0 Response to "চলে গেলেন ‘চিন্টু’, চোখের জলে বিদায় নীতু-রণবীর-আলিয়ার | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads