-->
উলুবেড়িয়ায় এক আরপিএফের শরীরে মিললো করোনা ভাইরাস | বঙ্গ প্রতিদিন

উলুবেড়িয়ায় এক আরপিএফের শরীরে মিললো করোনা ভাইরাস | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-করোনার থাবায় আগেই সদর হাওড়ায় আক্রান্ত হয়েছিল পুলিশ। এবার করোনার উপস্থিতি মিলল উলুবেড়িয়ার এক আর.পি.এফ কনস্টেবলের দেহে। সূত্রের খবর, বছর বত্রিশের ওই জওয়ান এক মাস আগেই অফিসের বিশেষ কাজে দিল্লি গিয়েছিলেন।
গত ১৪ ই এপ্রিল স্পেশাল ট্রেনে উলুবেড়িয়ায় ফেরেন। তারপর থেকেই তিনি হোম কোয়ারান্টাইনে নিজের কোয়ার্টারেই ছিলেন। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই পুলিশকর্মী বুধবার উলুবেড়িয়া ই.এস.আই হাসপাতালে চেক আপে যান। রিপোর্টে তাঁর দেহে করোনার উপস্থিতি মেলে। যদিও তাঁর আরেক সহকর্মীর রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।



এই রিপোর্টের পরই উলুবেড়িয়া থানার পক্ষ থেকে আর.পি.এফ ব্যারাকে থাকা ন’জন কনস্টেবকে হোম কোয়ারান্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপশি, সিল করে দেওয়া হয়েছে স্টেশন লাগোয়া আর.পি.এফ ব্যারাক। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা স্যানিটাইজেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

0 Response to "উলুবেড়িয়ায় এক আরপিএফের শরীরে মিললো করোনা ভাইরাস | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads