-->
করোনা আপডেট: একই পরিবারের পাঁচজনকে চিকিৎসার জন্য আনা হচ্ছে কলকাতায় | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট: একই পরিবারের পাঁচজনকে চিকিৎসার জন্য আনা হচ্ছে কলকাতায় | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- একই পরিবারের করোনা আক্রান্ত পাঁচজনকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিল অ্যাম্বুল্যান্স। তেহট্টের কর্মতীর্থে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাঁদের। করোনার উপসর্গ দেখা দেওয়ায়  লালারস পরীক্ষা করা হয়েছিল পরিবারের আট সদস্যের। তাঁদের মধ্যে দুই শিশু ও এক বালক-সহ মোট পাঁচজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে শুক্রবার রাতে। তারপরেই তাঁদের কলকাতায় নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু হয়। অবশেষে শনিবার সকাল দশটা নাগাদ আক্রান্তদের নিয়ে মোট ছ’টা অ্যাম্বুল্যান্স কলকাতার দিকে রওনা দেয়।


মোট ১০টি অ্যাম্বুল্যান্সে ওই পরিবারের মোট ২০ জনকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। প্রথমে বেলেঘাটা আইডিতে আনা হবে। সেখানে পরীক্ষানিরীক্ষার পর রাজারহাটের হাসপাতালে রাখা হতে পারে তাঁদের।
বিস্তারিত আসছে

0 Response to "করোনা আপডেট: একই পরিবারের পাঁচজনকে চিকিৎসার জন্য আনা হচ্ছে কলকাতায় | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads