-->
রবীন্দ্রভারতীর ঘটনা বাংলাকে কালিমালিপ্ত করেছে: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | বঙ্গ প্রতিদিন

রবীন্দ্রভারতীর ঘটনা বাংলাকে কালিমালিপ্ত করেছে: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | বঙ্গ প্রতিদিন





বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :- রবীন্দ্রভারতীর ঘটনা নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে যারা বসন্ত উৎসবের নামে অশ্লীল উৎসব করছে, কি বলবো আর কিছু বলার নেই। আমি উপাচার্যর সাথে কথা বলেছি। খুব লজ্জাজনক ঘটনা। বাংলাকে কালিমালিপ্ত করছে, আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি এমন কোনো উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবে সেটা হবেনা। তিনি আরো বলেন, সাইবার ক্রাইমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রেসিডেন্সি নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পড়ুয়ারা যে আন্দোলন করছে এটা সমর্থন যোগ্য নয়। ছাত্রীদের অভিযোগ থাকলে জানাক কিন্তু রাস্তা অবরোধ করে মানুষকে বিপাকে ফেলে দিয়ে আন্দোলন মানা যায় না। দাবি থাকলে কর্তৃপক্ষকে বলুক না মানলে আমাকে জানাক। কিন্তু এটা মানা যায় না । দরকার পড়লে আমার কাছে এসে জানাক । এরা কারা আমি জানিনা, যে হোক দাবি গুলো কি সে গুলো জানাক । আগে হোস্টেল নিয়ে বলেছিলো সেটা করে দেওয়া হয়েছে। কি চাইছে সেটা আগে জানাক। ক্যান্টিন নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ আছে, ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ কে বিপাকে ফেলবে সেটা মানা যায়না।

0 Response to "রবীন্দ্রভারতীর ঘটনা বাংলাকে কালিমালিপ্ত করেছে: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | বঙ্গ প্রতিদিন "

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads