উত্তরবঙ্গে একজনের শরীরে মিলল জীবাণু, রাজ্যে আক্রান্ত বেড়ে ১৮ | বঙ্গ প্রতিদিন
Sunday, March 29, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-আরও এক করোনা-আক্রান্তের খোঁজ মিলল রাজ্যে! এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। কলকাতার বাইরে এই প্রথম কারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। জানা গেছে, আক্রান্ত ব্যক্তি বাইরে থেকে এসেছেন কয়েক দিন আগে। ঠিক কোথা থেকে, তা জানা যায়নি এখনও। এই খবর আসার পরে শনিবার রাজ্যে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।
শনিবার সন্ধেতেই কলকাতায় আরও দু’জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর খোঁজ মেলার পরে সংখ্যাটা দাঁড়িয়েছিল ১৭-তে। স্বাস্থ্য ভবনের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছিল, তা থেকেই জানা গিয়েছিল যে আরও দু’জনের শরীরে কোভিড-পজিটিভ পাওয়া গিয়েছে। জানা যায়, তাঁরা এগরার যে বিয়েবাড়িতে নয়াবাদের আক্রান্ত প্রৌঢ় গিয়েছিলেন সেই বিয়েবাড়িতেই নাকি গিয়েছিলেন।
কিছু সময় কাটতেই আরও একটি দুঃসংবাদ এল উত্তরবঙ্গ থেকে। উপসর্গ দেখা দেওয়ার পরে রোগীর লালারস পাঠানো হয়েছিল নাইসেডে, রিপোর্ট এসেছে পজিটিভ। সংখ্যা যত বাড়ছে, ততই কমিউনিটি সংক্রমণের সম্ভাবনা বেড়ে চলেছে এ রাজ্যে।
এ রাজ্যে সর্বপ্রথম কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন লন্ডন ফেরত এক তরুণ। এর পরে আক্রান্ত হন বালিগঞ্জের এক যুবক। তিনিও ফিরেছিলেন লন্ডন থেকেই। প্রথম আক্রান্তের পরিবারের কারও শরীরে সংক্রমণের নমুনা পাওয়া না গেলেও দ্বিতীয় আক্রান্তের পরিবারের তিন সদস্যের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসে। হাবরার বাসিন্দা এক তরুণীও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। জানা যায়, তিনিও ফিরেছিলেন স্কটল্যান্ড থেকে।
ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দমদমের এক বাসিন্দার। সূত্রের খবর, করোনা আক্রান্ত নয়াবাদের আর এক প্রৌঢ়ের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়াও মিশর এবং ব্রিটেন ফেরত দু’জনের শরীরেও সংক্রমণে নমুনা পাওয়া গিয়েছে।
এরপর গতকাল নদিয়ার তেহট্টে একই পরিবারের পাঁচ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। শনিবার ফের নতুন করে আক্রান্ত হয়েছেন ২ জন। রাজ্যের সঙ্গে দেশেও পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১০০০ পেরিয়েছে মোট আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ২১ জনের।
0 Response to "উত্তরবঙ্গে একজনের শরীরে মিলল জীবাণু, রাজ্যে আক্রান্ত বেড়ে ১৮ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment