-->
এই নিয়ে চতুর্থবার ,এবার ২০ মার্চ ফাঁসির দিন ধার্য করলো আদালত। | বঙ্গ প্রতিদিন

এই নিয়ে চতুর্থবার ,এবার ২০ মার্চ ফাঁসির দিন ধার্য করলো আদালত। | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটা তাদের ফাঁসিতে ঝোলানোর নিদান দিলেন বিচারক পাটিয়ালা হাউস কোর্টে। এ নিয়ে চতুর্থবার মৃত্যু ফাঁসির পরোয়ানা জারি হল।আর কারোরই আইনি সহায়তা পাওয়ার রাস্তা আর খলা নেই। ফলে ২০ মার্চ চারজনের ফাঁসি হতে কোনও বাধা থাকল না।

আদালতের রায় নিয়ে ক্ষুব্ধ চার দোষীর আইঞ্জিবী।তিনি নির্ভয়ার পরিবারকে কুৎসিত কটাক্ষও করেন।তিনি বলেন কত টাকা পেলে চার দোষীর ফাঁসির দাবিতে থেকে সরে আসবে নির্ভয়ার পরিবার? রায় খুশি নির্ভয়ার মা ও তার পরিবার। দোষী পবন গুপ্তার প্রাণভিক্ষার আরজি খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার সুপ্রিম কোর্টে তার রায় সংশোধনীর আরজি খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতির দ্বারস্থ হয় তার আইনজীবী। এই আরজির জন্যই ৩ মার্চ চার দোষীর ফাঁসি কার্যকর করা যায়নি।অক্ষয়, মুকেশ ও বিনয়ের আইনি সহায়তা পাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র পবনের ক্ষেত্রেই বাকি ছিল।

 রাষ্ট্রপতি তার আরজি খারিজ করে দেওয়ায় তার ও সেই সুযোগ কমল। পবনের আইনজীবী চাইলে পবনের প্রাণভিক্ষা আরজি খারিজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে। এদিকে এদিন চার দোষীর বিরুদ্ধে নয়া মৃত্যু পরোয়ানা জারির আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় তিহার কর্তৃপক্ষ।এই রায় শুনে চার দোষীর আইনজীবী এ কথাও বলেন চার দোষীর বিরুদ্ধে চারবার মৃত্যু পরোয়ানা জারি করে চারবার তাদের হত্যা করা হয়েছে। আর কতবার?

0 Response to "এই নিয়ে চতুর্থবার ,এবার ২০ মার্চ ফাঁসির দিন ধার্য করলো আদালত। | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads