-->
করোনাভাইরাসের ভয়ে বিশ্ব অর্থনীতিতে ধস, হু হু করে নামল সেনসেক্স, নিফটি | বঙ্গ প্রতিদিন

করোনাভাইরাসের ভয়ে বিশ্ব অর্থনীতিতে ধস, হু হু করে নামল সেনসেক্স, নিফটি | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :- কয়েক মাস আগেও অনেকে ভেবেছিলেন, করোনাভাইরাসের সংক্রমণ মূলত চিনেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু পরে এশিয়া, ইউরোপ ও আমেরিকায় ছড়িয়েছে ওই মারণ রোগ। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস বিশ্ব জুড়ে মহামারী আকারে দেখা দিতে পারে। এই আতঙ্ক ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অর্থনীতি বিকাশের গতি হয়ে পড়েছে ধীর। উন্নত দেশগুলির অর্থনীতিও সংকটে পড়ছে। ভারতে অর্থনীতির অবস্থা এমনিতেই ভাল নয়। তার ওপর করোনাভাইরাসের আতঙ্কে শুক্রবার নেমেছে সেনসেক্স, নিফটি।
এদিন সেনসেক্স নেমেছে ১৪১৯ পয়েন্ট। তা পৌঁছেছে ৩৮,২৯৮-এর ঘরে। ওই সূচক নেমেছে ৩.৫ শতাংশ। অপর সূচক নিফটি নেমেছে ৩.৭ শতাংশ। তা ৪৩০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১১,২০৫-এর ঘরে। নিফটির অন্তর্ভুক্ত ৫০ টি শেয়ারের মধ্যে ৪৯ টির দরই এদিন কমেছে। ব্যাঙ্কিং, অটোমোবাইল, ধাতু এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিই ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের পরে একদিনে কখনও শেয়ার সূচক এত বেশি নামেনি। গত চার বছরে শেয়ার বাজারে পুরো সপ্তাহ জুড়ে এইভাবে শেয়ারের দর কমতে দেখা যায়নি।

শুক্রবার ওয়াল স্ট্রিটে নথিভুক্ত শেয়ারগুলির দরও কমেছে। চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারেও বিরাট ক্ষতি হয়েছে। পর্যবেক্ষকরা জানাচ্ছেন, বিশ্ব জুড়ে প্রায় ৮২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই রোগ যে চিন ছাড়িয়ে এত দ্রুত ছড়িয়ে পড়বে কেউই আন্দাজ করতে পারেননি। জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের গবেষণা শাখার প্রধান বিনোদ নায়ার বলেন, “গত সপ্তাহ পর্যন্ত সবাই ভেবেছিল, বিশ্ব অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব পড়বে সামান্যই। কিন্তু এত লোক ওই রোগে আক্রান্ত হওয়ার পরে সকলের ধারণা পাল্টেছে। অর্থনীতিতে মন্দার সম্ভাবনা দেখা যাচ্ছে।”

0 Response to "করোনাভাইরাসের ভয়ে বিশ্ব অর্থনীতিতে ধস, হু হু করে নামল সেনসেক্স, নিফটি | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads