-->
দিল্লির হিংসা: মাথায় লোহার রড গেঁথে দিয়েছিল দুষ্কৃতীরা, যদিও শেষে মিব়্যাকেল হল | বঙ্গ প্রতিদিন

দিল্লির হিংসা: মাথায় লোহার রড গেঁথে দিয়েছিল দুষ্কৃতীরা, যদিও শেষে মিব়্যাকেল হল | বঙ্গ প্রতিদিন


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- মঙ্গলবার বিকেল তখন সওয়া পাঁচটা। উত্তর-পূর্ব দিল্লিতে তখনও হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। বছর কুড়ির এক যুবককে নিয়ে গুরু তেগ বাহাদুর হাসপাতালে আসেন আরও চার পাঁচ জন ছেলে। তাঁদেরও বয়স হবে কুড়ি কি বাইশ। দেখা যায়, আহত যুবকের মাথার বাঁ দিকে একটি লোহার যন্ত্রাংশ ড্রিল করার মতো গেঁথে রয়েছে।
এতো হইচইয়ে সকলেরই চোখ চলে যায় সেদিকে। আহত যুবকের সঙ্গে যাঁরা এসেছেন তাঁরা প্রায় উদভ্রান্তের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন। ইমার্জেন্সিতে গিয়ে ডাক্তার-নার্সদের ডাকাডাকি করছেন। বলছেন, দেখুন কী ভাবে মারা হয়েছে! ও মরে যাবে! শিগগির কিছু করুন।
প্রাথমিক ভাবে ওই যুবককে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। তাঁর সঙ্গে যাঁরা এসেছিলেন তাঁরা জানান, আহতের নাম বিবেক চৌধুরী। বয়স উনিশ বছর। অশান্তির সময়ে কেউ এক জন ওর মাথায় লোহার ওই জিনিসটা গেঁথে দিয়েছে।
আধ ঘণ্টার মধ্যেই বিবেককে হাসপাতালের নিউরো বিভাগে নিয়ে যাওয়া হয়। একাধিক পরীক্ষা করা হয়। সিটি স্ক্যানের জন্য তাঁকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারণ গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসার সব সুবিধা নেই।
এর পর মাঝরাতে তেগ বাহাদুর হাসপাতালেই ক্রেনিওটমি করা হয় ওই যুবকের।ক্রেনিওটমি বলতে মাথার খুলিতে অস্ত্রোপচারকেই বোঝায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জিটিবি হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডঃ প্রজ্ঞানের নেতৃত্বে তিন জন ডাক্তারের একটি টিম অস্ত্রোপচার করে বের করে আনে লোহার ওই যন্ত্রাংশ।

বুধবার জিটিবি হাসপাতালের বর্ষীয়ান চিকিৎসক সুনীল কুমার জানান, বিবেকের মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে। উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। হাসপাতালের অ্যাসিসট্যান্ট এমএস রাকেশ কালরা জানিয়েছেন, অস্ত্রোপচার মোটেই সহজ ছিল না। বিশেষ করে গতকাল হিংসার ঘটনায় আক্রান্ত প্রায় ২০০ জনকে জিটিবিতে ভর্তি করা হয়। ফলে একেই চাপ ছিল তার উপর এই অস্ত্রোপচার ছিল কঠিন। সামান্য এদিক ওদিক হলেই জীবন সংশয় হতে পারত বিবেকের।
বিবেকের পরিবার জানিয়েছে, মঙ্গলবার বিকেল চারটের সময় বাড়ির কাছেই শিব মার্কেটে তিনি কাজে গিয়েছিলেন। ফেরার সময়েই গোলমালের মধ্যে পড়ে যান। তার পর কেউ এক জন তাঁর মাথায় লোহার ওই রডের মতো জিনিসটি ঢুকিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, বিবেক পেশায় ড্রাইভার। কে বা কারা তাঁকে আঘাত করেছে তা এখনও জানা যায়নি। তবে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

0 Response to "দিল্লির হিংসা: মাথায় লোহার রড গেঁথে দিয়েছিল দুষ্কৃতীরা, যদিও শেষে মিব়্যাকেল হল | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads