
কলকাতা পুরসভায় ওয়ার্ড রদবদল, এলাকা হারালেন তৃণমূলের অনেক হেভিওয়েট | বঙ্গ প্রতিদিন
Friday, January 17, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : কলকাতা পুরসভার নির্বাচন হতে পারে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। তার আগে নতুন সঙ্কট তৈরি হল শাসক দলে। এদিনই সংরক্ষণের তালিকা প্রকাশিত হয়েছে। আর তাতে দেখা যাচ্ছে নিজের এলাকা হারাতে চলেছেন জনা দশেক হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা।
এদিন যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে আসন সংরক্ষণের কারণে তৃণমূলের শাসকদলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা আসন্ন পুরসভা ভোটে নিজের গড় থেকে লড়তে পারছেন না। তার মধ্যে চারজন মেয়র পারিষদ এবং দু’জন বরো চেয়ারম্যান রয়েছেন।
৯০ নম্বর ওয়ার্ড হয়ে গিয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত। এর ফলে ওই ওয়ার্ড থেকে জয়ী মেয়র পরিষদ সদস্য বৈশ্বানর চট্টোপাধ্যায় নিজের ওয়ার্ড থেকে লড়তে পারবেন। একই অবস্থা ৫৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের। আগে তিনি ছিলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। গত পুর ভোটে এই ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তিনি ৫৮ নম্বর ওয়ার্ডে আসেন। এবার নিজের গড় হিসেবে পরিচিত দুই ওয়ার্ডই মহিলাদের জন্য সংরক্ষিত হয় যাওয়ায় এবার ফের নতুন ওয়ার্ড খুঁজতে হবে দীর্ঘদিনের এই কাউন্সিলারকে।
এছাড়াও নিজের গড় থেকে লড়তে পারবেন না ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মেয়ার পরিষদ সদস্য দেবব্রত মজুমদার। নিজের গড় হারাতে চলেছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রতন দে। তিনিও বর্তমানে মেয়র পরিষদ সদস্য। গর হারাচ্ছেন ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপন সাহা, ৩ নম্বর ওয়ার্ডের শান্তনু সেন। নিজের ওয়ার্ড থেকে লড়তে পারবেন না দুই বরো চেয়ারম্যান। ১০৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী ৭ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ এবং ১৬ নম্বর বরোর চেয়ারম্যান তথা ১৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ইন্দ্রজীৎ ভট্টাচার্য।
তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ নাকতলা এলাকার ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্তও এবার নিজের গড় হারাবেন। ওই ওয়ার্ডটি সংরক্ষিত হয়েছে এসসি মহিলা হিসেবে। তবে বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে কোনও বদল হয়নি। সেখান থেকে জয়ী কাউন্সিলার শোভন চট্টোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে ওই ওয়ার্ডে শোভন-জায়া রত্নাই প্রার্থী হবে তৃণমূল কংগ্রেসের।
কলকাতা পুরসভার মোট ১৪৪ আসনের মধ্যে সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ৪৫টি আসন। এছাড়ও সিডিউল কাস্টের জন্য ৫টি এবং সিডিউল কাস্ট মহিলাদের জন্য ৩টি।
0 Response to "কলকাতা পুরসভায় ওয়ার্ড রদবদল, এলাকা হারালেন তৃণমূলের অনেক হেভিওয়েট | বঙ্গ প্রতিদিন"
Post a Comment