
মন্ত্রীদের গত ছ’মাসের কাজের হিসাব চাইলেন প্রধানমন্ত্রী মোদী | বঙ্গ প্রতিদিন
Sunday, December 22, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-সরকারের নীতি রূপায়ণে কোন মন্ত্রক কতটা কাজ করেছে সে ব্যাপারে মন্ত্রী ও আমলাদের কাছে রিপোর্ট তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিকাঠামো ও কৃষিক্ষেত্র-সমেত দেশের বিভিন্ন ক্ষেত্র আন্তর্জাতিক মানে পৌঁছাতে কী করেছে সে কথা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
কোন কাজে কতটা অগ্রগতি হয়েছে তা খতিয়ে দেখতে শনিবার বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক ছিল পরিকাঠামো, কৃষি ও গ্রামোন্নয়ন নিয়ে। নতুন করে ক্ষমতায় আসার ছ’মাস পরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রায় ন’ঘণ্টা ধরে কাউন্সিল অফ মিনিস্টারের বৈঠক হয়। সেখানে আরও কঠোর ভাবে কাজ করা নিয়ে আলোচনা হয়। কী ভাবে সব ক্ষেত্রের মানুষের পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা যায়, সে ব্যাপারেও এদিন আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার বেলার দিকে প্রথমে কৃষি ও গ্রামোন্নয়ন নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকালের দিকে বৈঠক করেন পরিকাঠামো উন্নয়ন নিয়ে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে এনিয়ে প্রধানমন্ত্রীকে সবিস্তার জানাবে সংশ্লিষ্ট মন্ত্রকগুলি।
দেশের বিভিন্ন প্রান্তে যখন নাগরিকত্ব (সংশোধন) আইন নিয়ে প্রতিবাদ-প্রতিরোধ চলছে, তার মধ্যেই এই দুই বৈঠক করেন প্রধানমন্ত্রী। তবে এই প্রতিবাদ-প্রতিরোধ নিয়ে প্রধানমন্ত্রী কোনও কথা বলেছেন কিনা, তা জানা যায়নি।
সাধারণত প্রতিমাসে মন্ত্রিসভার বৈঠকের পরে কাউন্সিল অফ মিনিস্টারের বৈঠক হয়ে থাকে। তবে এ বার আলাদা করে সেই বৈঠক হয়েছে। ২৪ ডিসেম্বর সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক হবে।
সরকারের বিভিন্ন নীতি কোন মন্ত্রক কতটা রূপায়ণ করেছে তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই খোঁজ নিতে শুরু করেছিলেন।
১৯৮৫ সালের পরে ২০১৪ সালে একক ভাবে গরিষ্ঠতা নিয়ে কোনও দল কেন্দ্রে সরকার গঠন করে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন করে বিজেপি। টানা পাঁচ বছর ক্ষমতায় থাকার পরে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি, টানা দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সরকারে আসার পর থেকেই তৎপর বিজেপি। সংবিধান থেকে অস্থায়ী ৩৭০ ধারা বিলোপ করেছে দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকার। তারপরে নাগরিকত্ব আইন সংশোধন করেছে। দুই ক্ষেত্রেই বিরোধীদের প্রবল আপত্তিকে ও সমালোচনাকে গুরুত্ব দেয়নি সরকার। বিদেশে ড্যামেজ কন্ট্রোল করা হয়েছে তৎপরতার সঙ্গে। এবার প্রধানমন্ত্রী খতিয়ে দেখতে চান অন্যান্য মন্ত্রক কেমন কাজ করছে।
0 Response to "মন্ত্রীদের গত ছ’মাসের কাজের হিসাব চাইলেন প্রধানমন্ত্রী মোদী | বঙ্গ প্রতিদিন"
Post a Comment