-->
কালী পূজার আগে জিওতে বিনামূল্যে বিপুল ডেটা, গ্রাহকদের জন্য সুখবর

কালী পূজার আগে জিওতে বিনামূল্যে বিপুল ডেটা, গ্রাহকদের জন্য সুখবর

বড় চমক দিল রিলায়েন্স জিও। গ্রাহকদের জন্য বিনামূল্যে দেদার ডেটা দিচ্ছে সংস্থা। 

Reliance Jio celebration pack available for users

বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-বড় চমক দিল রিলায়েন্স জিও। গ্রাহকদের জন্য বিনামূল্যে দেদার ডেটা দিচ্ছে সংস্থা। 
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের জন্য রিলায়েন্স জিও ১০ জিবি করে অতিরিক্ত ডেটা দিচ্ছে। মোট পাঁচদিন ধরে ২ জিবি ফোরজি ডেটা দেওয়া হবে। 
এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন ধাপে ‘জিও সেলিব্রেশন প্যাক’- এর আওতায় এই অফার দেওয়া হয়েছে। গ্রাহকেরা ‘মাই জিও অ্যাপ’-এ গিয়ে অফারটি সম্পর্কে জান পারবেন। এছাড়া ১২৯৯ এই টোল ফ্রি নাম্বারটিতে ফোন করেও এই প্যাকটির সম্পর্কে জানা যাবে।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই গ্রাহকদের জন্য এই অফারটি দিয়েছিল বিখ্যাত এই টেলিকম সংস্থা। তবে এই অফার সমস্ত গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাছাই করা গ্রাহকেরাই এই অফার পাবেন।

0 Response to "কালী পূজার আগে জিওতে বিনামূল্যে বিপুল ডেটা, গ্রাহকদের জন্য সুখবর"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads