-->
পাকিস্তান আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না: ইমরান

পাকিস্তান আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না: ইমরান


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- কয়েকদিন আগে জি ৭ বৈঠক চলাকালীন দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারির সুরে বলেছিলেন, তাঁদের কাছে পরমাণু অস্ত্র আছে। কাশ্মীর ইস্যুতে যত দূর যাওয়া যায়, পাকিস্তান যাবে। তারপরেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন দরকার পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে ভারতের ‘নো ফার্স্ট ইউজ’ পলিসি বদল করা হতে পারে। অবশেষে নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন ইমরান। বললেন, পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।
সোমবার লাহোরে একটি জনসভায় বক্তব্য রাখার সময় ইমরান বলেন, “ভারত-পাকিস্তান দু’দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে। তাই যদি দু’দেশের মধ্যে উত্তাপ বাড়ে তাহলে তা গোটা পৃথিবীর পক্ষেই ক্ষতিকর হতে পারে। তাই আমাদের দিক থেকে কখনওই পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না।”
জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকেই বিরোধিতা করেছে পাকিস্তান। ইমরান খান, পাক সেনাপ্রধান বাজওয়া, বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বারবার দাবি করেছেন, কাশ্মীরের মানুষদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাঁদের পাশে পাকিস্তান রয়েছে। কাশ্মীরের স্বাধীনতার জন্য সবকিছু করতেই তৈরি তাঁরা। নিজের বক্তব্যে ইমরান বলেন, “কাশ্মীর সমস্যাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে পাকিস্তান। এই ব্যাপারে যদি কোনও দেশ পাশে না দাঁড়ায়, তাহলেও কোনও সমস্যা নেই। কারণ কাশ্মীরের ভাইদের পাশে পাকিস্তান ছিল, আছে আর থাকবে। ভারত যেন ভুলে না যায় আমাদের পরমাণু অস্ত্রও রয়েছে। কাশ্মীর ইস্যুতে যতদূর যাওয়া যায়, আমরা যাব।”
ইমরানের এই বক্তব্যের পরেই রাজস্থানের পোখরানে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এখনও পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্নে ভারতের অবস্থান হল, – নো ফার্স্ট ইউজ। অর্থাৎ ভারত আগে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে না। কিন্তু ভবিষ্যতে কী হবে তা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে।”
তারপরেই ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “আমি জানিয়েছি, ভারত সব সময়ই কাশ্মীর নিয়ে আলোচনায় রাজি। কিন্তু আলোচনা হবে সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে।” ভারতের তরফে এই বক্তব্যের পরেই নিজের কথা থেকে সরে আসেন ইমরান।
অবশ্য ইমরানের আগের মন্তব্যের পর কূটনৈতিক মহলের একাংশ একে হতাশার বহিঃপ্রকাশ বলেই উল্লেখ করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, কূটনৈতিক ভাবে একের পর এক দেশের সমর্থন হারাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে দেশের মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি বজায় রাখার জন্যই এই ধরণের মন্তব্য করেন ইমরান। তাঁদের বক্তব্য, ইমরান নিজেও জানতেন, পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা তাতে কোনও রকমের যুদ্ধ তাদের অর্থনীতিকে শেষ করে দিতে পারে। আর তা ছাড়াও পরামাণু অস্ত্র অনেক দেশেরই রয়েছে। চাইলেই তা কেউ কাজে লাগাতে পারে না। অবশেষে সেই সুরেই কথা শোনা গেল ইমরানের তরফে।

0 Response to "পাকিস্তান আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না: ইমরান"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads