আবার সরব অপর্ণা, মোদীকে খোঁচা, মনমোহনকে সমর্থন
Tuesday, September 3, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- কদিন আগেই নাম না করে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছিলেন তিনি। টুইট করে বলেছিলেন, অর্থনৈতিক মন্দা থেকে দেশকে বাঁচাতে মনমোহন সিংহকেই দরকার। জাতীয়তাবাদ দিয়ে মন্দা কাটানো যাবে না!
এ বার সরাসরি কংগ্রেসেরই সোশাল মিডিয়া সেলের তৈরি করা একটি গ্রাফিক্স কার্ড টুইট করে দিলেন অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন। তাতে ক্যাপশনে অবশ্য তিনি লিখেছেন, ‘ফরওয়ার্ডেড অ্যাজ রিসিভড…’
গত শুক্রবার আর্থিক বৃদ্ধি নিয়ে পরিসংখ্যান প্রকাশ হয়েছে। তাতে দেখা গিয়েছিল, শেষ ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) আর্থিক বৃদ্ধির হার নেমে এসেছে মাত্র ৫ শতাংশে। সোমবার আবার কোর সেক্টর তথা মূল আটটি শিল্পক্ষেত্রের উৎপাদনে বৃদ্ধির হার প্রকাশ হয়েছে। তাতে বলা হয়েছে, জুলাই মাসে কোর সেক্টরে বৃদ্ধির হার ছিল মাত্র ২.১ শতাংশ। এই পরিসংখ্যানের প্রতিটিই যে অর্থনীতির মন্দোগতির দিকে ইঙ্গিত করছে তা বলাবাহুল্য। ফলে মোদী সরকার তথা বিজেপি-র উপর রাজনৈতিক চাপও বাড়ছে।
এমনই সময়ে সোমবার সন্ধ্যায় ওই টুইটি করেন অপর্ণা। ওই গ্রাফিক্স কার্ডটি যে হেতু কংগ্রেসের সোশাল মিডিয়া সেলের তৈরি করা, তাই তা রাজনৈতিক ভাবেও ইঙ্গিতপূর্ণ। সেখানে নরেন্দ্র মোদীকে মনমোহন সিংহের তুলনায় ছবিতে অনেক খাটো দেখানো হয়েছে। দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর বিমর্ষ মুখ, আর মনমোহন থাম্বস আপ দেখাচ্ছেন। তার নিচে মনমোহন ও মোদী জমানার অর্থনীতির বিভিন্ন সূচকের তুলনা করা হয়েছে। বলা হয়েছে, মনমোহন জমানায় বৃদ্ধির হার ছিল ৮.০২ শতাংশ, মোদী জমানায় তা কমে দাঁড়িয়েছে ৫ শতাংশ। মনমোহনের আমলে বেকারত্বের হার ছিল ২.২ শতাংশ। মোদী জমানায় তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৯ শতাংশ। তা ছাড়া রফতানি বাণিজ্য ও গাড়ি শিল্পে উৎপাদনও মোদী জমানায় কমেছে।
অপর্ণা এ দিন ওই গ্রাফিক্স কার্ডটি ফরওয়ার্ড করা অতিরিক্ত আর কোনও মন্তব্য করেননি। কিন্তু স্বাভাবিক ভাবেই এ দিনের টুইটটিকে তাঁর আগের দিনের টুইটের পাশে রেখেই দেখা হচ্ছে। তাতে তিনি লিখেছিলেন, “তিনি (মনমোহন) এতই ভদ্রলোক ছিলেন যে কখনওই নিজের ঢাক পেটাননি। কিন্তু এটা অনস্বীকার্য যে তিনি অসাধারণ ছিলেন। যদি অদূর ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক মন্দা, মহামারী ও দাঙ্গার মধ্যে ডুবে যেতে না হয়, তা হলে আমাদের তাঁকেই দরকার। জাতীয়তাবাদ দিয়ে এ সব রোখা যাবে না”।
অপর্ণা এখন অবশ্য আর বিক্ষিপ্ত কোনও স্বর নন। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনায় অনেকেই ক্ষোভের মুখ খুলে দিতে শুরু করেছেন। খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রবিবার বলেছেন, “এ হল ম্যান-মেড সঙ্কট! এই সঙ্কটের পরিস্থিতি কিছু ভুল সিদ্ধান্তের জন্য তৈরি হয়েছে। প্রথমত, নোটবন্দি। দ্বিতীয়ত, যেমন তেমন করে জিএসটি তথা পণ্য পরিষেবা কর ব্যবস্থার বাস্তবায়ণ করা। ভারতের আরও দ্রুত আর্থিক বিকাশের সম্ভাবনা রয়েছে। কিন্তু চরম অর্থনৈতিক অব্যবস্থার জন্য সার্বিক ভাবে বৃদ্ধি ধাক্কা খেয়েছে। গত ত্রৈমাসিকে তা নেমে এসেছে মাত্র ৫ শতাংশে। আরও হতাশার বিষয় যে, দেশের শিল্পোৎপাদনে বৃদ্ধি মাত্র ০.৬ শতাংশে নেমে এসেছে”।
মনমোহন আরও বলেছিলেন, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কথা শুনুন। আর তা শুনে এই অর্থনৈতিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করুন
0 Response to "আবার সরব অপর্ণা, মোদীকে খোঁচা, মনমোহনকে সমর্থন"
Post a Comment