অবশেষে সোনার দাম একটু কম, এবার কি সস্তা?
Friday, August 30, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। গোটা অগস্ট মাস জুড়ে শুধুই বেড়ে চলেছে দাম। এটা অবশ্য শুরু হয়েছে জুন-জুলাই থেকে। এখন তো কবে প্রতি ১০ গ্রাম সোনা ৪০ হাজার ছুঁয়ে ফেলবে সেই আশঙ্কা চলছে। প্রতিদিন সর্বকালীন দাম বৃদ্ধির রেকর্ডের রেকর্ড গড়ে চলেছে। এর মধ্যে ২৩ অগস্ট কলকাতার বাজারে ১০০ টাকা এবং ২৭ অগস্ট ৫৪০ টাকা করে কমেছিল ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দর। এর পরে ফের বেড়েছে। শুক্রবার সেই দাম ফের কমল। তবে খুব আশাব্যাঞ্জক নয় সেই দাম কমা। ২২ ও ২৪ ক্যারাট দুই রকমের সোনাতেই প্রতি ১০ গ্রামে দাম কমেছে ৩৪০ টাকা করে।
শুক্রবার কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে–
১০ গ্রাম ৩৯,৩০০ টাকা (কমেছে ৩৪০ টাকা)
শুক্রবার কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম হয়েছে–
১০ গ্রাম ৩৮,১০০ টাকা (কমেছে ৩০ টাকা)
বিশেষজ্ঞরা মনে করছেন এক ভাবে দাম বেশি হওয়ায় খুচরো বাজারে সোনার চাহিদা কমেছে। আর তাতেই একটু হলেও দাম কমেছে। বিশেষজ্ঞদের দাবি, সোনার দাম এখনই আরও কমার আশা কম।
0 Response to "অবশেষে সোনার দাম একটু কম, এবার কি সস্তা?"
Post a Comment