সামনে কঠিন দিন, চিনের অর্থনীতি নিয়ে সতর্ক করলেন শি জিনপিং
Tuesday, August 25, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে বেশ কয়েক বছর ধরে। তার ওপরে চিনের সেনাবাহিনীর সঙ্গে গালওয়ানে সংঘর্ষের পরে সেদেশের নানা পণ্য বয়কট করেছে ভারতও। এই পরিস্থিতিতে চিনের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে দিলেন সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, আগামী দিনে বিদেশের বাজারের ওপরে বেশি নির্ভর করা যাবে না। বরং দেশের বাজারের চাহিদার দিকেই আরও নজর দিতে হবে উদ্যোগপতিদের।
গত সোমবার চিনের প্রশাসনের কয়েকজন কর্তা ও অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকে বসেন শি। আগামী দিনে মাঝারি ও দীর্ঘমেয়াদে চিনের অর্থনীতি কোনদিকে বাঁক নিতে পারে, তা নিয়ে আলোচনা হয়। এই আলোচনার ভিত্তিতে চিনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি হবে। আগামী বছরে পার্লামেন্টের অধিবেশনে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্লু প্রিন্ট পেশ করা হবে।
সোমবারের বৈঠকে শি বলেন, আগামী কয়েক বছরে চিনের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে। কারণ করোনা অতিমহামারীর পরে সব দেশই নিজের অর্থনীতিকে রক্ষা করতে সচেষ্ট হয়েছে। বৈদেশিক বাণিজ্যের ওপরে তুলেছে নানা বিধিনিষেধের বেড়া। এই অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চিনের প্রেসিডেন্টের কথায়, “আগামী দিনে আমরা বিদেশে আরও বেশি বাধার মুখে পড়ব। আমাদের আরও ঝুঁকি নিতে হবে। নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।”
সোমবার রাতে চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ার মাধ্যমে শি-র বক্তব্য জানা যায়। তিনি বলেছেন, আগামী দিনে দেশের অভ্যন্তরীণ বাজারের ওপরে নির্ভর করবে অর্থনীতির বিকাশ। চিনের অর্থনীতিকে আরও মুক্ত করে দেওয়া হবে। আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধের কথা এদিন শি সরাসরি উল্লেখ করেননি। তিনি বলেছেন, “যারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায়, তাদের সঙ্গে আমাদের যৌথভাবে কাজ করতে হবে। আমেরিকার বিভিন্ন সংস্থার সঙ্গেও আমরা কাজ করব।”
আমেরিকার সঙ্গে গত দু’বছর ধরে বাণিজ্যযুদ্ধ চলছে চিনের। দুই দেশই পরস্পরকে হুমকি দিয়েছে। নানা পণ্যের আমদানি বন্ধ করেছে। গত কয়েকমাসে আমেরিকা চিনের বেশ কয়েকটি সংস্থাকে নিষিদ্ধ করেছে। অভিযোগ, তারা হংকং-এ আন্দোলনকারীদের ওপরে দমন-পীড়নে যুক্ত ছিল। চিনা কোম্পানির একটি অ্যাপ নিষিদ্ধ করেছে আমেরিকা। চিনের কয়েকজন গবেষককে জরিমানা করা হয়েছে। হিউস্টনে চিনের কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার শি ইঙ্গিত দিয়েছেন, প্রযুক্তির ক্ষেত্রে শীঘ্র বড় ধরনের উন্নতি করতে চলেছে তাঁর দেশ। তবে তিনি এসম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
0 Response to "সামনে কঠিন দিন, চিনের অর্থনীতি নিয়ে সতর্ক করলেন শি জিনপিং"
Post a Comment