-->
সুরক্ষিত থাক গুগলের কর্মীরা, একুশের জুন অবধি বাড়ি থেকেই হবে কাজ, সিদ্ধান্ত সুন্দর পিচাইয়ের | বঙ্গ প্রতিদিন

সুরক্ষিত থাক গুগলের কর্মীরা, একুশের জুন অবধি বাড়ি থেকেই হবে কাজ, সিদ্ধান্ত সুন্দর পিচাইয়ের | বঙ্গ প্রতিদিন








বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-করোনা সংক্রমণের এই জটিল সময় ঝুঁকি নিয়ে কাজ নেই। বাড়ি থেকেই নিরাপদে কাজ করুন কর্মীরা। এমনটাই চান গুগল কর্তা সুন্দর পিচাই। আগামী বছর জুন মাস অবধি ‘ওয়ার্ক ফর্ম হোম’-এর সময়সীমা বাড়িয়ে দিল গুগল।
সোমবার গুগল কর্তা ঘোষণা করেন, ৩০ জুন অবধি বাড়ি থেকেই কাজ করতে পারবেন গুগলের কর্মীরা। বিশ্ব জুড়ে গুগলের সবকটি প্রতিষ্ঠানে লক্ষাধিক কর্মী এই সুবিধা পাবেন। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এই খবর প্রথম সামনে আনে।
মার্চ মাস থেকেই গুগলের কর্মীরা ‘ওয়ার্ক ফর্ম হোম’ করছেন। জুনের শেষ বা জুলাই থেকে অফিস চালু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় গুগল জানায় সেপ্টেম্বরের আগে সেই সম্ভাবনা নেই। সুন্দর পিচাই জানান, সারা বিশ্বেই করোনা সংক্রমণ বেড়ে চলেছে। ১৬ কোটির উপর মানুষ সংক্রামিত, মৃত্যু হয়েছে সাড়ে ৬ লাখের বেশি। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে লাভ নেই। কর্মীরা সুরক্ষিত থাকুন, নিরাপদে বাড়ি বসেই কাজ করুন।
সংস্থার প্রতি কর্মীকে ইমেল পাঠিয়ে গুগল কর্তা লিখেছেন, “আগামী দিনের পরিকল্পনা করার জন্য কর্মচারীদের এই সুবিধা দেওয়া হচ্ছে। আশা করব, গুগলের প্রতিজন কর্মী বাড়িতে বসেই আরও ভালভাবে ও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। অফিসে আসার দরকার নেই। আগামী এক বছর তাঁরা পরিবার-পরিজনদেরও সময় দেবেন আবার পেশার দিকেও নজর দিতে পারবেন।”
করোনা সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানই ওয়ার্ক ফর্ম হোমের সুবিধা দিয়েছে কর্মীদের। আগামী বছর জানুয়ারি অবধি সংস্থার কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে বলেছে ই-কমার্স সংস্থা আমাজন। চলতি বছরের শেষ অবধি বাড়ি থেকে কাজ করার সুবিধা পাবেন ফেসবুকের কর্মীরা। মাইক্রোসফটের কর্মীরা অক্টোবর অবধি বাড়ি থেকে কাজ করতে পারবেন। তবে পরিস্থিতি বিচার করে সেই সময় বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে মাইক্রোসফট। টুইটারের কর্মীরা চাইলে বাড়ি থেকেই কাজ করতে পারেন, এমন ঘোষণা করেছিলেন টুইটার সিইও জ্যাক ডরসে। তিনি বলেছিলেন, অফিসে যাদের খুব দরকার তারা ছাড়া বাকিরা চাইলে ওয়ার্ক ফর্ম হোমের সুবিধাই নিতে পারেন। আমেরিকান রিয়েল এস্টেট জ়িলো গ্রুপের চেয়ারম্যান রিচ বার্টন টুইট করে জানিয়েছেন, এই বছরের শেষ অবধি ওয়ার্ক ফর্ম হোমের সুবিধা নিতে পারবেন সংস্থার কর্মীরা।

0 Response to "সুরক্ষিত থাক গুগলের কর্মীরা, একুশের জুন অবধি বাড়ি থেকেই হবে কাজ, সিদ্ধান্ত সুন্দর পিচাইয়ের | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads