-->
এই মুহূর্তে ভারতে ১৪২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের | বঙ্গ প্রতিদিন

এই মুহূর্তে ভারতে ১৪২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ভারতে ১৪২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। মহারাষ্ট্রে সংখ্যাটা সবথেকে বেশি। এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন। ১৪২ জনের মধ্যে ২২ জন আক্রান্ত বিদেশি নাগরিক। পশ্চিমবঙ্গেও মঙ্গলবার প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।
কর্নাটক এবং দিল্লির পর মুম্বইতে মৃত্যু হয়েছে এক করোনা আক্রান্ত রোগীর। জানা গিয়েছে, বৃদ্ধের বয়স ৬৪ বছর। মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
এর আগে করোনাভাইরাসের গ্রাসে মৃত্যু হয়েছিল কর্নাটকের বাসিন্দা ৭৬ বছরের মহম্মদ হুসেন সিদ্দিকির। জানা গিয়েছিল, তীর্থ করতে সৌদি আরব গিয়েছিলেন তিনি। ২৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে স্ক্রিনিং করা হয়। কিন্তু তখন সংক্রমণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এর কয়েকদিন পর হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধকে। পরিবারের তরফে জানা যায়, শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা হয়েছিল তাঁর। পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। গত মঙ্গলবার বৃদ্ধের মৃত্যু হয়। আশঙ্কা করা হয়েছিল করোনাভাইরাসের সংক্রমণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর পর বৃদ্ধের দেহ থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হলে সেই আশঙ্কাই সত্যি হয়। এটা ছিল করোনা ভাইরাসে ভারতের প্রথম মৃত্যু। এই ব্যক্তির মেয়ের শরীরেও পাওয়া গিয়েছে সংক্রমণের নমুনা। কালবুর্গির হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
কর্নাটকের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দ্বিতীয় মৃত্যু হয় দিল্লিতে। মারা যান বছর ৬৮-র এক মহিলা। জানা গিয়েছে, তাঁর ছেলে সুইৎজারল্যান্ড থেকে সদ্যই ফিরেছেন। তিনি ছিলেন করোনাভাইরাস আক্রান্ত। ছেলের থেকেই মায়ের শরীরে সংক্রমণ হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করেন চিকিৎসকরা। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধার।
কলকাতায় মঙ্গলবার ইংল্যান্ড ফেরত এক তরুণের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই তরুণের বাবা, মা ও গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সকলেই কোয়ারেন্টাইনে। ওই তরুণ আর কার কার সংস্পর্শে এসেছেন তার খোঁজ চলছে। জানা গিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই তরুণ। হাসপাতাল সূত্রে খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিসেস (নাইসেড)-এ তরুণের লালারসের নমুনা পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে সেই রিপোর্ট আসে। সেই রিপোর্টে জানা যায় তা পজিটিভ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ১২ হাজারেরও বেশি নাগরিককে বাড়িতেই সেলফ কোয়ারিন্টাইনে রাখা হয়েছে বলে খবর।
ইতিমধ্যেই নোভেল করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। ভারতেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা দেশ জুড়েই প্রায় বন্ধ হচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সিনেমা হল-সুইমিং পুল-জিম ও অন্যান্য অনেক প্রতিষ্ঠান। কী ভাবে এই ভাইরাসকে ঠেকানো যায় তার পরিকল্পনাতেই ব্যস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি

0 Response to "এই মুহূর্তে ভারতে ১৪২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads