করোনা: ফ্রি ব্রডব্যান্ড দেবে বিএসএনএল, জিও সস্তা করল প্ল্যান | বঙ্গ প্রতিদিন
Sunday, March 22, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গোটা দেশ গৃহবন্দি। ভারত সরকারের ডাকে চলছে জনতা কার্ফু। তার আগে থেকেই করোনাভাইরাসের ভয়ে মানুষ বেশি সময় বাড়িতে থাকতে শুরু করেছেন। অনেকেই বাড়ি থেকে কাজ করছেন। লেখাপড়া থেকে বিনোদন কিংবা অফিসের কাজ প্রয়োজন অতিরিক্ত ডেটা। সেই কথা মাথা রেখে ইতিমধ্যেই এক মাসের জন্য ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের বাড়িতে ল্যান্ড লাইন রয়েছে তাঁদের সকলকেই এই সুবিধা দেওয়া হবে। এমনকী এই নতুন পরিষেবা নিতে কাউকে বিএসএনএল অফিসে আসতেও হবে না। বাড়িতে বসেই অনলাইনে এই আবেদন করা যাবে। শুধু ব্যক্তিই নয়, কোনও সংস্থাও এই সুযোগ নিতে পারে বলে জানিয়েছে বিএসএনএল।
দেশের মানুষ করোনাভাইরাসের আতঙ্কে গৃহবন্দি হওয়ার পর থেকে ব্যক্তিগত ডেটা ব্যবহার বেড়েছে। ২৫ শতাংশ বেড়েছে ডেটা ভাউচার কেনা। এটা মাথায় রেখেই কম দামে বেশি ফোরজি ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স জিও।
টেলিকম সংস্থা রিলায়েন্স জিও গ্রাহকরা কম দামে আরও বেশি ডেটার সুবিধা পেতে চলেছেন। ফোরজি ডেটা ভাউচারে ডেটার পরিমান প্রায় দ্বিগুণ করেছে। ১১, ২১, ৫১ এবং ১০১ টাকা দামের ডেটা ভাউচারে দ্বিগুণ ডেটা দেওয়ার কথা জানাল জিও।
জিও জানিয়েছে, ১১ টাকার ডেটা ভাউচারে গ্রাহকদের ৮০০ এমবি ডেটা দেওয়া হচ্ছে। ২১ টাকার ডেটা ভাউচারে মিলবে ২ জিবি ডেটা এবং ২০০টি লাইভ এফইউপি মিনিট পাবেন গ্রাহকরা। ৫১ টাকার ডেটা ভাউচারে গ্রাহকরা পাবেন ৬ জিবি ডেটা এবং ৫০০টি লাইভ এফইউপি মিনিট। ১০১ টাকার ডেটা ভাউচারে ১২ জিবি ডেটা এবং ১ হাজারটি লাইভ এফইউপি মিনিট। তবে ২৫১ টাকার ভাউচারে কোনও বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না।
0 Response to "করোনা: ফ্রি ব্রডব্যান্ড দেবে বিএসএনএল, জিও সস্তা করল প্ল্যান | বঙ্গ প্রতিদিন"
Post a Comment