করোনার জোরাল থাবায় চিনের পর ইতালিতেও মৃত্যু মিছিল, একদিনেই মৃত ২৫০ | বঙ্গ প্রতিদিন
Saturday, March 14, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-বিশ্বজুড়ে মহামারী শুরু হয়েছে মারণ করোনা ভাইরাসের জন্য। করোনার জেরে চিনে মৃত্যু মিছিল অব্যাহত। চিনের পরে পরেই করোনা জোরাল থাবা বসিয়েছে ইতালিতে। ইতালিতে একদিনেই মৃত্যু হয়েছে ২৫০ জন মানুষের। ফলে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৬৬। শুক্রবারেই অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬০ জন। নতুন করে ২৫৪৭ জনের দেহে এই মারণ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এখনও পর্যন্ত ইতালিতে ১৪৩৯ জন এই রোগ সারিয়ে উঠেছেন। এছাড়াও ১৫ হাজার জনের চিকিৎসা চলছে।
মৃত্যুর হারের দিক থেকেও চিন, ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেনের মতো দেশকে ছাপিয়ে সবার ওপরে রয়েছে ইতালি। ফলে এখানে পরিস্থিতি যে ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। এখনও ইতালিতে ১৩০০ জনের বেশি মানুষ সংকটজনক অবস্থায় রয়েছেন। ফলে মৃত্যু-মিছিল যে আরও বাড়বে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।
0 Response to "করোনার জোরাল থাবায় চিনের পর ইতালিতেও মৃত্যু মিছিল, একদিনেই মৃত ২৫০ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment